কদিন আগেই এই বিতর্কিত তথ্যচিত্র প্রদর্শনী ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয় ক্যাম্পাস। সেই সময় অভিযোগ ওঠে, তথ্যচিত্র প্রদর্শনীর সময়ে ক্যাম্পাসের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এখানেই শেষ নয়, যে সমস্ত ছাত্রছাত্রী এই তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছিল, তাঁদের লক্ষ্য করে পুলিশ এবং গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপি-র সদস্যরা ঢিল ছোড়ে বলেও অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
advertisement
এদিন খানিক সেই ঢঙেই ঘটনাক্রম গড়ায় দিল্লি বিশ্ববিদ্য়ালয়ে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্য়ালয়ের কলা বিভাগের সামনে তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করেন কংগ্রেসপন্থী ছাত্র সংগঠন NSUI। যদিও স্ক্রিনিং শুরু হওয়ার আগেই উদ্যোক্তা পড়ুয়াদের পাকড়াও করে পুলিশ।
দিল্লি পুলিশের ডিসি পদমর্যাদার অফিসার সাগর সিং কলসি জানান, "বিকেল ৪টে নাগাদ বিবিসি-র তথ্যচিত্র দেখার জন্য কলা বিভাগের সামনে ২০ জন মতো ছাত্র জড়ো হয়েছিল। বিষয়টি যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে পারে, তাই আমরা ওঁদের ওখান থেকে সরে যেতে বলেছিলাম। কিন্তু ওঁরা কথা শোনেননি। তাই শান্তিপূর্ণ ভাবে ওদের ওখান থেকে তুলে দেওয়া হয়।" ঘটনার জেরে বিশ্ববিদ্য়ালয়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
স্থানীয় সূত্রের খবর, এদিন বিকেল ৪টে নাগাদই দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে ফোন-ল্যাপটপেই বিবিসি-র তথ্যচিত্রের স্ক্রিনিংয়ের বন্দোবস্ত করেছিলেন NSUI ও ভিম আর্মি স্টুডেন্ট ফেডারেশনের সদস্যেরা। অভিযোগ, সেই সময়ে ক্যাম্পাস জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপরেই 'আজাদি' স্লোগান তোলেন ছাত্রছাত্রীদের একাংশ। তবে পাল্টা 'জয় শ্রী রাম স্লোগান'ও শোনা যায় ক্যাম্পাসে।