বুধবার বিধানসভায় তিনি বলেন, বিষ মদ খেয়ে মারা যাওয়া লোকজনের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকারকে দায়বদ্ধ করা যাবে না। বিহারের মুখ্যমন্ত্রীর কথায়, ''ক্ষতিকারক জেনেও লোকজন মদ খায়। তাই পরিণতির জন্য নিজেরাই দায়ী, রাজ্য সরকার নয়। এটা তাদের দোষ। ক্ষতি হবে জেনেও তারা জেনেও মদ খায়।''
আরও পড়ুন: বাকি দেশের থেকে দু' ঘণ্টা এগিয়ে যাবে অসম? জোরালো দাবি তুললেন হিমন্ত বিশ্বশর্মা
advertisement
নীতীশ কুমার বলেন, "মহাত্মা গান্ধিও মদ খাওয়ার বিরোধিতা করেছিলেন আর যারা তাঁর নীতির বিরুদ্ধে যায়, তারা মহাপাপী। এই সমস্ত লোকেদের আমি ভারতীয়ই মনে করি না।" প্রসঙ্গত, বুধবার বিহার বিধানসভা একটি সংশোধনী বিল পাশ করেছে সরকার। বিলে মদ্যপান সংক্রান্ত নিষেধাজ্ঞা কম কঠোর করা হয়েছে। ২০১৬ সালের এপ্রিল মাসে বিহারে মদ বিক্রি এবং মদ্যপান নিষিদ্ধ করেছিল বিহার সরকার৷
আরও পড়ুন: মন্দারমণিতে হোটেল বুক করেছেন? কড়া নির্দেশ দিল প্রশাসন, ব্যবসায়ীদের বড় ধাক্কা
সেই সূত্রেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ''মদ খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, তা জেনেশুনেই মানুষ বিষমদ খাচ্ছেন। সেই কারণে তাদের পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী, সরকার নয়।'' প্রসঙ্গত, গতকাল বিহার বিধানসভায় মদ্যপান বিরোধী সংশোধনী বিল পাশ করা হয়। এই বিলে প্রথমবারের অপরাধীদের জন্য শাস্তি লাঘব করার কথা বলা হয়েছে। এবার থেকে মদ খাওয়ার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হবে। তবে যদি কেউ জরিমানা না দেন, সেক্ষেত্রে তাকে এক মাস হাজতবাস করতে হবে।