উল্লেখ্য, মে মাসের ২৮ তারিখে একইভাবে হাবড়া স্টেশনে ঢোকার মুখে বন্ধন এক্সপ্রেস আগুন দেখা গিয়েছিল। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্টেশন চত্বরে। যদিও রেলের তরফ থেকে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুনঃ কেষ্টহীন বীরভূমে একেবারে অন্য প্রার্থী তালিকা! বাদ পড়লেন কে কে? জুড়ল কার নাম?
যাত্রীরা সকলেই সুরক্ষিত? বার বার আগুন লাগায় যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তবে আন্তর্জাতিক মানের এই ট্রেনে কেন বারংবার আগুন লাগার ঘটনা ঘটছে, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
ভারত বাংলাদেশের যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বন্ধন এক্সপ্রেস। সেক্ষেত্রে মাত্র কিছুদিনের ব্যবধানে এ ভাবে ট্রেনের চাকায় আগুন লেগে যাওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ। আন্তর্জাতিক মানের ট্রেন চলাচল করলেও শিয়ালদহ-বনগাঁ শাখার কোনও স্টেশনেই তেমনভাবে অগ্নিনির্বাপন ব্যবস্থার নেই বললেই চলে। সে ক্ষেত্রে বড় কোনও দুর্ঘটনা ঘটলে প্রাণাহানির আশঙ্কাও বেড়ে যাবে বলে অনুমান করছেন যাত্রীরা।
প্রসঙ্গত, কিছুদিন আগে ঘটে যাওয়া করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। ঘটেছে বহু প্রাণহানি, আহত হয়েছেন বহু মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে এ ধরনের ঘটনা রেলের গাফিলতিকেই সামনে নিয়ে আসছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Rudra Narayan Roy