TRENDING:

Baby Thrown from Bus: চলন্ত বাসে সন্তান জন্ম, জানলা দিয়ে ছুঁড়ে ফেললেন মা! নবজাতকের মৃ*ত্যু, গ্রেফতার দম্পতি

Last Updated:

Baby Thrown from Bus: মহারাষ্ট্রে এক চলন্ত বাসে সন্তান জন্ম দেওয়ার পর নবজাতককে জানলা দিয়ে ফেলে দিলেন এক ১৯ বছরের তরুণী। সঙ্গে ছিলেন স্বামী দাবি করা যুবক। নবজাতকের মৃত্যু হয়। পুলিশ ওই যুগলকে আটক করেছে। তদন্ত চলছে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মহারাষ্ট্রের পরভনিতে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো সকালের পথযাত্রীরা। পুলিশ সূত্রে জানা গেছে, এক ১৯ বছর বয়সী তরুণী চলন্ত বাসেই একটি পুত্রসন্তানের জন্ম দেন এবং এরপর নবজাতকটিকে একটি কাপড়ে মুড়ে বাসের জানলা দিয়ে রাস্তায় ফেলে দেন।
চলন্ত বাসে সন্তান জন্ম, জানলা দিয়ে ছুঁড়ে ফেললেন মা, নবজাতকের মৃত্যু, গ্রেফতার দম্পতি Image - AI
চলন্ত বাসে সন্তান জন্ম, জানলা দিয়ে ছুঁড়ে ফেললেন মা, নবজাতকের মৃত্যু, গ্রেফতার দম্পতি Image - AI
advertisement

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৬টার সময়, পাঠ্রি-সেলু রোডে। শিশু ছুঁড়ে ফেলার এই মর্মান্তিক দৃশ্য একজন পথচারীর নজরে আসে। তিনি তখনই পুলিশে খবর দেন।

আরও পড়ুন: সৎ বাবার ভয়ঙ্কর কাণ্ড! স্ত্রীকে সময় দিতে পারতেন না, রাগে ৪ বছরের শিশুকে চরম শিক্ষা! সমুদ্রে ফেলা হয় দেহ…

তরুণী রীতিকা ধেরে এবং তার সঙ্গী আলতাফ শেখ সান্ত প্রয়াগ ট্রাভেলস নামক একটি বাসে পুনে থেকে পরভনি যাচ্ছিলেন। বাসটি ছিল স্লিপার কোচ। আলতাফ নিজেকে রীতিকার স্বামী বলে দাবি করেন। যাত্রাপথেই প্রসব বেদনা ওঠে রীতিকার এবং চলন্ত বাসেই তিনি সন্তান প্রসব করেন।

advertisement

এরপর দুজন মিলে শিশুটিকে কাপড়ে মুড়ে জানলা দিয়ে বাইরে ফেলে দেন বলে অভিযোগ।

বাসের চালক জানালা দিয়ে কিছু ছোঁড়া হচ্ছে দেখে সন্দেহ করেন এবং আলতাফকে জিজ্ঞাসা করেন। তখন আলতাফ জানান, তার স্ত্রী বমি করেছেন।

আরও পড়ুন: ৫ বছরে ৬৫টি ইন-ফ্লাইট ইঞ্জিন বন্ধ, ১৭ মাসে ১১টি ‘মে-ডে’ কল! ভারতে বিমান চলাচলের আশঙ্কাজনক রিপোর্ট প্রকাশ্যে…

advertisement

কিন্তু একজন সজাগ পথচারী খেয়াল করেন যে বাস থেকে ছোঁড়া বস্তুটি একটি শিশু। তিনিই সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।

পুলিশ বাসটিকে তাড়া করে থামায় এবং রীতিকা ও আলতাফকে জিজ্ঞাসাবাদ করে। দুজনেই স্বীকার করেন যে তারা শিশুটিকে ফেলে দিয়েছেন কারণ তারা তাকে বড় করতে পারছিলেন না।

দুজনের বাড়ি পরভনিতেই হলেও তারা গত দেড় বছর ধরে পুনেতে বসবাস করছিলেন। তারা নিজেদের বিবাহিত দাবি করলেও কোন বৈধ নথি দেখাতে পারেননি।

advertisement

পুলিশ তাদের আটক করে চিকিৎসার জন্য রীতিকাকে হাসপাতালে পাঠায় এবং তাদের বিরুদ্ধে নতুন ভারতীয় দণ্ডবিধির ধারা ৯৪ (৩) ও (৫) অনুযায়ী মামলা দায়ের করেছে। এই ধারাগুলি গোপনে জন্ম লুকানো এবং শিশুর মৃতদেহ গোপনে সরিয়ে ফেলার সঙ্গে সম্পর্কিত।

ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্ত যুগলকে আইনি নোটিসও পাঠানো হয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Baby Thrown from Bus: চলন্ত বাসে সন্তান জন্ম, জানলা দিয়ে ছুঁড়ে ফেললেন মা! নবজাতকের মৃ*ত্যু, গ্রেফতার দম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল