TRENDING:

Ram Mandir Inauguration: পাক অধিকৃত কাশ্মীর থেকে আসছে ‘পবিত্র জল’! সারা ভারত থেকে আসছে ফুল...শুরু শেষবেলার অপেক্ষা

Last Updated:

১৬১ ফুট উঁচু, ২৫০ ফুট প্রশস্থ এবং ৩৮০ ফুট লম্বা৷ অযোধ্যার নির্মীয়মাণ মন্দিরে আগামী ২২ জানুয়ারি রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’৷ অযোধ্যার রাম জন্মভূমি মন্দির তৈরিতে খরচ হচ্ছে প্রায় ১৮০০ কোটি টাকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অযোধ্যা: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে গত ১৬ জানুয়ারি থেকেই৷ রাত পেরলেই অযোধ্যার নির্মীয়মাণ মন্দিরে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের হাতে এই অনুষ্ঠান সম্পন্ন করবেন৷ সূত্রের খবর, যে জন্য কঠোর নিয়মানুবর্তিতা পালন করছেন তিনি৷ জানা গিয়েছে, এই ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানের জন্য পাক অধিকৃত কাশ্মীর থেকে আসছে পবিত্র কুণ্ডের জল৷ যে দল আনতে সহায়তা করেছেন এক প্রবাসী পাক নাগরিক৷
advertisement

রাম মন্দির উদ্বোধন লাইভ । Ram Mandir Inauguration LIVE Updates

পাক অধিকৃত কাশ্মীরে শারদা পীঠ কুণ্ড৷ সেই পবিত্র কুণ্ডের জলও আসছে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র জন্য৷ শারদা কমিটি কাশ্মীর (এসএসসিকে) বাঁচাও কমিটির প্রতিষ্ঠাতা রবীন্দ্র পণ্ডিত জানাচ্ছেন, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরে ভারত-বাংলাদেশের মধ্যে পোস্টার সার্ভিস বন্ধ রাখা হয়েছে৷ সেই কারণে, ঘুর পথে এই পবিত্র কুণ্ডের জল অযোধ্যায় পাঠানো হচ্ছে৷

advertisement

আরও পড়ুন: পায়রাদের খাওয়ান? জানেন সেটা শুভ না অশুভ..এই ভুল করলেই জলের মতো বেরিয়ে যায় টাকা

রবীন্দ্র পণ্ডিত জানিয়েছেন, তনবীর আহমেদ নামে এক ব্যক্তি ও তাঁর দলবল সেই জল সংগ্রহ করেছেন তাঁদের কাছ থেকে৷ তারপর তিনি সেই পবিত্র জল পাঠিয়েছেন, তাঁর ব্রিটেন নিবাসী মেয়ে মাঘরিবির কাছে৷ তারপরে সেই মাঘরিবিই ভারতের এক কাশ্মীরি পণ্ডিত আন্দোলনকারী সোনাল শেরের হাতে তুলে দেন৷ প্রসঙ্গত, সোনাল বর্তমানে আহমেদাবাদের বাসিন্দা৷

advertisement

১৬১ ফুট উঁচু, ২৫০ ফুট প্রশস্থ এবং ৩৮০ ফুট লম্বা৷ অযোধ্যার নির্মীয়মাণ মন্দিরে আগামী ২২ জানুয়ারি রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’৷ অযোধ্যার রাম জন্মভূমি মন্দির তৈরিতে খরচ হচ্ছে প্রায় ১৮০০ কোটি টাকা৷

আরও পড়ুন:চুম্বকের মতো টানবে টাকা…‘চেনা’ এই গাছই এনে দেবে ধন-মান-প্রতিপত্তি! শুধু মানতে হবে এই নিয়ম

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মন্দিরের উদ্বোধনে আগামিকাল ৭০০০ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ অতিথিদের তালিকায় সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, অমিতাভ বচ্চন, মুকেশ আম্বানি এবং গৌতম আদানিদের মতো ব্যক্তিত্বেরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Ram Mandir Inauguration: পাক অধিকৃত কাশ্মীর থেকে আসছে ‘পবিত্র জল’! সারা ভারত থেকে আসছে ফুল...শুরু শেষবেলার অপেক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল