Vastu Tips: পায়রাদের খাওয়ান? জানেন সেটা শুভ না অশুভ..এই ভুল করলেই জলের মতো বেরিয়ে যায় টাকা

Last Updated:
ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা আমাদের এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন। পায়রাকে খাওয়ানো শুভ না অশুভ, খাওয়ালে কোথায়, কী ভাবে খাওয়ানো উচিত এবং যে কোনও অবস্থাতেই কাদের একেবারেই পায়রাদের খাওয়ানো উচিত নয়৷
1/7
কুকুর, বিড়াল, কাক হোক কী পায়রা৷ আমাদের অনেকেরই পশুপাখিদের নিয়মিত খাবার খাওয়ানোর অভ্যাস রয়েছে৷ এই অভ্যাস অবশ্যই ভাল৷ কিন্তু, আমরা অনেকেই জানি না, নিয়ম বিধি এমনকি, রাশিফল না জেনে এই ভাবে পশুপাখিকে খাওয়ালে আমাদের জীবনে বিরূপ প্রভাব পড়তে পারে৷ যেমন পায়রাকে দানা খাওয়ানোর সময় আমরা যদি নির্দিষ্ট কিছু ভুল অজান্তেই করে বসি, তাহলে তার ফল আমাদের ভোগ করতে হয়৷
কুকুর, বিড়াল, কাক হোক কী পায়রা৷ আমাদের অনেকেরই পশুপাখিদের নিয়মিত খাবার খাওয়ানোর অভ্যাস রয়েছে৷ এই অভ্যাস অবশ্যই ভাল৷ কিন্তু, আমরা অনেকেই জানি না, নিয়ম বিধি এমনকি, রাশিফল না জেনে এই ভাবে পশুপাখিকে খাওয়ালে আমাদের জীবনে বিরূপ প্রভাব পড়তে পারে৷ যেমন পায়রাকে দানা খাওয়ানোর সময় আমরা যদি নির্দিষ্ট কিছু ভুল অজান্তেই করে বসি, তাহলে তার ফল আমাদের ভোগ করতে হয়৷
advertisement
2/7
ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা আমাদের এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন। পায়রাকে খাওয়ানো শুভ না অশুভ, খাওয়ালে কোথায়, কী ভাবে খাওয়ানো উচিত এবং যে কোনও অবস্থাতেই কাদের একেবারেই পায়রাদের খাওয়ানো উচিত নয়৷
ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা আমাদের এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন। পায়রাকে খাওয়ানো শুভ না অশুভ, খাওয়ালে কোথায়, কী ভাবে খাওয়ানো উচিত এবং যে কোনও অবস্থাতেই কাদের একেবারেই পায়রাদের খাওয়ানো উচিত নয়৷
advertisement
3/7
জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে, মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য পাখিদের অবশ্যই খাওয়ানো উচিত। সাধারণ বিশ্বাস, পায়রা, চড়াই বা অন্য যে কোনও পাখিকে খাওয়ালে তা অত্যন্ত শুভ৷
জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে, মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য পাখিদের অবশ্যই খাওয়ানো উচিত। সাধারণ বিশ্বাস, পায়রা, চড়াই বা অন্য যে কোনও পাখিকে খাওয়ালে তা অত্যন্ত শুভ৷
advertisement
4/7
তবে পায়রাকে খাওয়াতে হলে সব সময়ই উঠোনে বা মাটির কাছাকাছি জায়গায় খাওয়ানো উচিত৷ এতে সংসারে অর্থাগম হওয়ার সম্ভাবনা বাড়ে৷ সংসার থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চালন বাড়ে। তবে পায়রাকে খাওয়ানোর সময় ‘এই’ ভুল করলেই তছনছ হতে পারে সব৷ এই বিষয়টি অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়৷
তবে পায়রাকে খাওয়াতে হলে সব সময়ই উঠোনে বা মাটির কাছাকাছি জায়গায় খাওয়ানো উচিত৷ এতে সংসারে অর্থাগম হওয়ার সম্ভাবনা বাড়ে৷ সংসার থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চালন বাড়ে। তবে পায়রাকে খাওয়ানোর সময় ‘এই’ ভুল করলেই তছনছ হতে পারে সব৷ এই বিষয়টি অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়৷
advertisement
5/7
পণ্ডিক হিতেন্দ্রকুমার শর্মার কথায় জ্যোতিষশাস্ত্র অনুসারে, যে ব্যক্তির কুষ্ঠিতে বুধ এবং রাহুর সংমিশ্রণ রয়েছে, তাঁদের বাড়ির ছাদে পায়রাদের খাওয়ানো একেবারেই উচিত নয়।
পণ্ডিক হিতেন্দ্রকুমার শর্মার কথায় জ্যোতিষশাস্ত্র অনুসারে, যে ব্যক্তির কুষ্ঠিতে বুধ এবং রাহুর সংমিশ্রণ রয়েছে, তাঁদের বাড়ির ছাদে পায়রাদের খাওয়ানো একেবারেই উচিত নয়।
advertisement
6/7
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু বাড়ির ছাদের সঙ্গে সম্পর্কিত। জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে, কোনও ব্যক্তির কুষ্ঠিতে বুধ ও রাহুর সংমিশ্রণ থাকলে, ওই ব্যক্তি যদি তাঁর বাড়ির ছাদে পায়রাদের খাওয়ান, তাহলে তাঁর মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে। জলে মতো অপচয় হতে পারে অর্থ৷ সম্পত্তিহানিরও আশঙ্কা থাকে৷
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু বাড়ির ছাদের সঙ্গে সম্পর্কিত। জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে, কোনও ব্যক্তির কুষ্ঠিতে বুধ ও রাহুর সংমিশ্রণ থাকলে, ওই ব্যক্তি যদি তাঁর বাড়ির ছাদে পায়রাদের খাওয়ান, তাহলে তাঁর মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে। জলে মতো অপচয় হতে পারে অর্থ৷ সম্পত্তিহানিরও আশঙ্কা থাকে৷
advertisement
7/7
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
advertisement
advertisement
advertisement