TRENDING:

Auto-Taxi Strike: অ্যাপ ক্যাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! রাজধানীতে অটো-ট্যাক্সির ধর্মঘট, বিপাকে সাধারণ মানুষ

Last Updated:

মূলত অ্যাপ ক্যাবের বিরুদ্ধেই তাদের এই ধর্মঘট৷ জানা গিয়েছে প্রায় ১৫টিরও বেশি ইউনিয়ন এই ধর্মঘটে সামিল হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: আগামী দু’দিনের জন্য পরিবহনের দিক থেকে বড়সড় সমস্যায় পড়তে চলেছে রাজধানী দিল্লি৷ ২২ ও ২৩ অগাস্ট, দিল্লি এনসিআরের অটো ও ট্যাক্সি ড্রাইভাররা ধর্মঘটের ডাক দিয়েছে৷
ওই দিন দিল্লির সমস্ত অটো ও ট্যাক্সি পরিষেবা বন্ধ থাকবে  (Photo: Representative)
ওই দিন দিল্লির সমস্ত অটো ও ট্যাক্সি পরিষেবা বন্ধ থাকবে (Photo: Representative)
advertisement

মূলত অ্যাপ ক্যাবের বিরুদ্ধেই তাদের এই ধর্মঘট৷ জানা গিয়েছে প্রায় ১৫টিরও বেশি ইউনিয়ন এই ধর্মঘটে সামিল হবে৷

আরও পড়ুন: ইউটিউব নতুন চ্যানেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, শুরুতেই বলে বলে দশ গোল মেসিকে

অ্যাপ ক্যাবের রমরমার কারণে অটো-ট্যাক্সি চালকদের উপার্জন অনেকটাই কমে গিয়েছে৷ দিল্লির অটো-ট্যাক্সি ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি কিশান ভার্মা জানিয়েছেন, ‘‘জীবনধারণের নুন্যতম মান বজায় রাখতেই এই ধর্মঘটে সামিল হচ্ছি৷ আমরা বারবার সরকারকে এই বিষয়ে অবগত করেছি৷ এই ধরনের প্রাইভেট অ্যাপ ভিত্তিক পরিবহনের জন্য আমাদের আয় অনেকটা হ্রাস পেয়েছে৷ সেই জন্যই এই ধর্মঘট৷’’

advertisement

কিশান ভার্মা আরও জানিয়েছেন,”এই বিষয়ে লিখিতভাবেও তাঁরা সরকারকে বেশ কয়েকবার অবগত করেছে৷ কিন্তু কোনও কিছুরই সুরাহা হয়নি৷”

আরও পড়ুন: নির্ভয়া তহবিল প্রায় শেষ, দেশে কতটা কমল ধর্ষণের ঘটনা? চমকে দেবে পরিসংখ্যান

এর পাশাপাশি আরও বিস্ফোরক অভিযোগ করেছেন দিল্লির অটো-ট্যাক্সি ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি ৷ তাঁর অভিযোগ,”এই অ্যাপ-ভিত্তিক পরিবহন ব্যবস্থার মাধ্যমে অনেক বেআইনি ব্যবসাও চলে৷ মদ সহ অন্যান্য মাদক দ্রব্যের চোরাচালান হয়৷ সব কিছুর বিরুদ্ধেই ও সরকারের হুঁশ ফেরাতেই তাঁদের এই ধর্মঘট৷”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

কিশান ভার্মা জানিয়েছেন এই ২ দিন দিল্লির সমস্ত অটো ও ট্যাক্সি পরিষেবা বন্ধ থাকবে৷ ধর্মঘটের প্রথম দিনই রাস্তায় দেখা নিয়ে অটো-ট্যাক্সির। যার ফলে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা।

বাংলা খবর/ খবর/দেশ/
Auto-Taxi Strike: অ্যাপ ক্যাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! রাজধানীতে অটো-ট্যাক্সির ধর্মঘট, বিপাকে সাধারণ মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল