দেখা গিয়েছে, লাল একটি ছোট গাড়ি প্রচণ্ড গতিতে এসে ডানদিকের রেলিংয়ে ধাক্কা মারে এবং একাধিকবার পাল্টি খায়। ঘটনাটি ঘটে এদিন দুপুর ৩টে নাগাদ। দুই মহিলা ও শিশুদের নিয়ে গাড়িটি চিরলের দিকে যাচ্ছিল। যদিও দুর্ঘটনায় কোনও প্রাণহানি হয়নি।
আরও পড়ুন: সকাল না বিকেল, কোন সময় হাঁটা শরীরের জন্য সবচেয়ে ভাল জানেন? চিকিৎসকের পরামর্শ জানুন
মহারাষ্ট্রের এই ব্রিজ দেশের অন্যতম বড় ব্রিজগুলির মধ্যে অন্যতম। দেশের বাণিজ্য নগরী মুম্বইতে এই ব্রিজ সংযোগ রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। ২১.৮ কিলোমিটারের এই মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক যা আনুষ্ঠানিকভাবে অটল সেতু হিসাবে পরিচিত, তা মুম্বইবাসীদের জন্য একাধিক সুবিধা এনেছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে সেতুটির নামকরণ করা হয়েছে ‘অটলবিহারী বাজপেয়ী সেওয়ারি-নভ সেবা অটল সেতু’। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সেতুর দৈর্ঘ্য ২১.৮ কিলোমিটার। এর মধ্যে ১৬.৫ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে। বাকি ৫.৫ কিলোমিটার স্থলভাগের উপর দিয়ে প্রসারিত। সমুদ্রের উপর এত দীর্ঘ সেতু এ দেশে আর নেই।