টানা বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে৷ আবাসিক এলাকা থেকে বাজারঘাট সর্বত্র হাঁটু সমান জলে ডুবে গিয়েছে৷ বৃষ্টির ফলে একাধিক জায়গায় ধসও নামার খবর শোনা যাচ্ছে৷
আরও পড়ুন: বৃষ্টিপাতে বিপর্যস্ত মুম্বই শহর, আগামী তিন দিনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা
বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় ২৫ জুলাই পুনের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ ছিল। অতিরিক্ত বৃষ্টিপাতে ‘খাদকওয়াসলা বাঁধ’ ভরে যাওয়ার ফলে পুনে প্রশাসন ‘মুথা’ নদীর জল ছেড়ে দিতে বাধ্য হয়৷ এর ফলে নদীর তীরবর্তী বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা রয়েছে।
advertisement
এছাড়াও অবিরাম বৃষ্টিপাতের জেরে ‘একতা নগর’, ‘সিংহগড় রোড’ এবং ‘পুলাচি ওয়াড়ি’র মতো নিচু অঞ্চলগুলোও প্লাবিত হয়েছে।
‘সিংহগড় রোড’ এর এক আবাসিক কমপ্লেক্সে জলের উচ্চতা বা বুক সমান হয়ে দাঁড়িয়েছে৷ জরুরি পরিস্থিতে বাসিন্দাদের নৌকায় করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷
আবহাওয়া দপ্তর এখনও অবধি কোনও আশার খবর জানাতে পারেনি৷ খুব প্রয়োজন ছাড়া প্রশাসনের তরফ থেকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে৷
বন্যা পরিস্থিতিতে ইতিমধ্যেই অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে পুণের জলযন্ত্রণার ছবি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে