এদিন বিকাল ৫টা পর্যন্ত গোয়ায় ৭৫.২৯% এবং উত্তরাখণ্ডে ৫৯.৩৭% ভোট রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র। অন্যদিকে, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (Assembly Election 2022) দ্বিতীয় ধাপে ৬০.৪৪% ভোট পড়েছে পড়েছে।
উল্লেখযোগ্যভাবে যে তিনটি রাজ্যে নির্বাচন হয় আজ, প্রত্যেকটিতেই শাসক দলের ভূমিকায় রয়েছে বিজেপি। প্রধান বিরোধী দলের ভূমিকায় কংগ্রেস। এছাড়াও আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেসের মতো দলগুলিও রাজ্যের গণ্ডি পার করে ভিনরাজ্যে নিজেদের বিস্তার ছড়ানোর লড়াইয়ে নেমেছে।
গোয়া (Goa Assembly Vote 2022) ও উত্তরাখণ্ডে (Uttarakhand Assembly 2022) এক দফাতেই যথাক্রমে ৪০ ও ৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে সোমবার। অন্যদিকে, উত্তর প্রদেশে (Uttar Pradesh Assembly Election) দ্বিতীয় দফায় মোট ৯টি জেলায় ৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। উত্তর প্রদেশের নির্বাচনের ক্ষেত্রে বিশেষ নজরে ছিল সাহারানপুর, বিজনৌর, মোরাদাবাদ, সম্বল, রামপুর, আমরোহা, বদায়ুন, বরৈলি ও শাহজাহানপুর।
আরও পড়ুন: ‘গোয়ায় হিন্দু ভোট ভাগ করতে চাইছে TMC’, কানপুরে তোপ মোদির, পাল্টা কটাক্ষ কুণালদের...
সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত গোয়ায় ৭৫.২৯% এবং উত্তরাখণ্ডে ৫৯.৩৭% ভোট পড়ল। অন্যদিকে, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬০.৪৪% ভোট পড়েছে এদিন (Assembly Election 2022)।