TRENDING:

Assembly Election 2022: উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ড-গোয়া নির্বাচন: বিকাল ৫টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

Last Updated:

Assembly Election 2022: এদিন বিকাল ৫টা পর্যন্ত গোয়ায় ৭৫.২৯% এবং উত্তরাখণ্ডে ৫৯.৩৭% ভোট রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে ২০২২ এর মহারণ। আজ, ১৪ ফেব্রুয়ারি দিনটি ছিল দেশের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2022) নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একইদিনে তিন রাজ্যে অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন উত্তর প্রদেশে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে, তেমনই গোয়া ও উত্তরাখণ্ডেও এক দফাতেই ভোটপর্ব মিটিয়ে ফেলছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে।
উত্তরাখণ্ড, গোয়া, উত্তরপ্রদেশে ভোটগ্রহণ
উত্তরাখণ্ড, গোয়া, উত্তরপ্রদেশে ভোটগ্রহণ
advertisement

এদিন বিকাল ৫টা পর্যন্ত গোয়ায় ৭৫.২৯% এবং উত্তরাখণ্ডে ৫৯.৩৭% ভোট রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।  অন্যদিকে, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (Assembly Election 2022) দ্বিতীয় ধাপে ৬০.৪৪% ভোট পড়েছে পড়েছে।

উল্লেখযোগ্যভাবে যে তিনটি রাজ্যে নির্বাচন হয় আজ, প্রত্যেকটিতেই শাসক দলের ভূমিকায় রয়েছে বিজেপি। প্রধান বিরোধী দলের ভূমিকায় কংগ্রেস। এছাড়াও আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেসের মতো দলগুলিও রাজ্যের গণ্ডি পার করে ভিনরাজ্যে নিজেদের বিস্তার ছড়ানোর লড়াইয়ে নেমেছে।

আরও পড়ুন: Modi On Sushma Swaraj: "প্রায় ২৫ বছর আগের ঘটনা...", সুষমা স্বরাজের জন্মদিনে মোদি শেয়ার করলেন পুরনো গল্প!

advertisement

গোয়া (Goa Assembly Vote 2022) ও উত্তরাখণ্ডে (Uttarakhand Assembly 2022) এক দফাতেই যথাক্রমে ৪০ ও ৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে সোমবার। অন্যদিকে, উত্তর প্রদেশে (Uttar Pradesh Assembly Election) দ্বিতীয় দফায় মোট ৯টি জেলায় ৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। উত্তর প্রদেশের নির্বাচনের ক্ষেত্রে বিশেষ নজরে ছিল সাহারানপুর, বিজনৌর, মোরাদাবাদ, সম্বল, রামপুর, আমরোহা, বদায়ুন, বরৈলি ও শাহজাহানপুর।

advertisement

আরও পড়ুন: ‘গোয়ায় হিন্দু ভোট ভাগ করতে চাইছে TMC’, কানপুরে তোপ মোদির, পাল্টা কটাক্ষ কুণালদের...

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত গোয়ায় ৭৫.২৯% এবং উত্তরাখণ্ডে ৫৯.৩৭% ভোট পড়ল।  অন্যদিকে, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬০.৪৪% ভোট পড়েছে এদিন (Assembly Election 2022)।

বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Election 2022: উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ড-গোয়া নির্বাচন: বিকাল ৫টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল