আরও পড়ুন- ৩০ বছর ধরে শৌচাগারে শিঙাড়া ভাজছিল এই রেস্তোরাঁ! কড়া ব্যবস্থা নিল প্রশাসন
প্রধানমন্ত্রী জানান, অন্যান্য দেশের তুলনায় কোভিড সংকটকে ভালো ভাবে পরিচালনা করা সত্ত্বেও, অনেক রাজ্যে সংক্রমণ বেড়েছে। রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সমন্বয়ের আহ্বান জানিয়ে দেশে চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নের দিকে জোর দেওয়া কথা বলেন মোদি।
দেশে টিকাকরণ অভিযানের প্রশংসা করে মোদি জানান, প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯৬ শতাংশকেই প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। “এটি প্রতিটি নাগরিকের জন্য গর্বের বিষয় যে আমাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯৬ শতাংশকেই ভ্যাকসিনের প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে এবং ১৫ বছরের বেশি বয়সীদের ৮৫ শতাংশকেই কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজও দেওয়া হয়েছে,” বলেন মোদি।
advertisement
আরও পড়ুন- কেন এতটা এগিয়েও কংগ্রেসে যোগ দিলেন না প্রশান্ত কিশোর? দলকেই খোঁচা পিকে'র ট্যুইটে
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, ভারতে একদিনে ২,৯২৭ টি নতুন সংক্রমণ ঘটেছে, যার ফলে মোট সংক্রমণের সংখ্যা ৪,৩০,৬৫,৪৯৬-এ পৌঁছেছে। সক্রিয় সংক্রমণের সংখ্যা ১৬,২৭৯। ৩২ জনের মৃত্যু ঘটায় মোট মৃতের সংখ্যা এখন ৫,২৩,৬৫৪।
দেশের ১৬ টি জেলায় কোভিড সংক্রমণের হার ১০ শতাংশের বেশি। পাঁচটি রাজ্যে ১০০ টিরও বেশি সক্রিয় সংক্রমণ ঘটেছে। দেশের মোট সক্রিয় সংক্রমণের ২৭ শতাংশেরও বেশি কেবল দিল্লিতেই। দিল্লি ছাড়াও কেরল, হরিয়ানা এবং কর্ণাটকেও বেড়েছে সংক্রমণ।