Prashant Kishor: কেন এতটা এগিয়েও কংগ্রেসে যোগ দিলেন না প্রশান্ত কিশোর? দলকেই খোঁচা পিকে'র ট্যুইটে
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Prashant Kishor Tweets about Congress: প্রশান্ত কিশোর লিখেছেন, “আমার বিনীত মতামত,মূল সমস্যাগুলির সমাধান করার জন্য দলীয় নেতৃত্ব এবং সম্মিলিত সদিচ্ছার প্রয়োজন।”
#নয়াদিল্লি: রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর মঙ্গলবার পার্টি কমিটিতে যোগ দেওয়ার কংগ্রেসের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। “আমি EAG (Empowered Action Group) এর অংশ হিসাবে পার্টিতে যোগ দেওয়ার এবং নির্বাচনের দায়িত্ব নেওয়ার জন্য কংগ্রেসের উদার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি,” ট্যুইটারে তাঁর প্রথম প্রতিক্রিয়ায় লিখেছেন পিকে। প্রশান্ত কিশোর লিখেছেন, “আমার বিনীত মতামত, রূপান্তরমূলক সংস্কারের মাধ্যমে গভীরে থাকা মূল সমস্যাগুলির সমাধান করার জন্য দলীয় নেতৃত্ব এবং সম্মিলিত সদিচ্ছার প্রয়োজন।”
I declined the generous offer of #congress to join the party as part of the EAG & take responsibility for the elections.
In my humble opinion, more than me the party needs leadership and collective will to fix the deep rooted structural problems through transformational reforms. — Prashant Kishor (@PrashantKishor) April 26, 2022
advertisement
advertisement
“প্রশান্ত কিশোরের সঙ্গে একটি বৈঠক ও আলোচনার পরে কংগ্রেস সভাপতি একটি এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপ ২০২৪ গঠন করেছেন এবং প্রশান্ত কিশোরকে নির্দিষ্ট দায়িত্ব সহযোগে এই দলের অংশ হিসাবে দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি প্রত্যাখ্যান করেছেন। আমরা তাঁর প্রচেষ্টা এবং দলকে দেওয়া পরামর্শের প্রশংসা করি,” ট্যুইট করেছেন কংগ্রেসের প্রবীণ নেতা রণদীপ সুরজেওয়ালা।
advertisement
Following a presentation & discussions with Sh. Prashant Kishor, Congress President has constituted a Empowered Action Group 2024 & invited him to join the party as part of the group with defined responsibility. He declined. We appreciate his efforts & suggestion given to party.
— Randeep Singh Surjewala (@rssurjewala) April 26, 2022
advertisement
কংগ্রেস প্রশান্ত কিশোরকে দলে একটি সিনিয়র পদে যোগদান করিয়ে দলকে পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিয়েছিল ঠিকই। কিন্তু সেই জন্য প্রয়োজনীয় স্বাধীনতা নিতে নারাজ ছিল দল। ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে ‘রাজনৈতিক চ্যালেঞ্জ’-এর মোকাবিলার জন্য এবং পরের মাসে রাজস্থানের উদয়পুরে তিন দিনের কনক্লেভের জন্য ‘এমপাওয়ারড অ্যাকশন গ্রুপ’ ঘোষণা করার পরিবর্তে কংগ্রেস দলে পিকের প্রবেশের বিষয়টি নিয়ে রহস্য জিইয়ে রেখেছিল। এরই মাঝে স্পষ্ট করে পিকে জানিয়ে দিলেন কংগ্রেসের সঙ্গে হাত মেলাচ্ছেন না তিনি।
advertisement
গত সপ্তাহে আট সদস্যের একটি কমিটির দায়ের করা একটি প্রতিবেদন পেশ এবং সেটি নিয়ে আলোচনার পর কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধি ২০২৪ টাস্ক ফোর্স গঠন করেছেন, জানান দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।
তিনি আরও বলেন, “কংগ্রেস সভাপতি ১৩, ১৪ ও ১৫ মে উদয়পুরে ভারতীয় জাতীয় কংগ্রেস নব সংকল্পের একটি চিন্তন শিবির আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিটি রাজ্য থেকে প্রায় ৪০০ জন কংগ্রেস কর্মীরা এতে অংশ নেবেন।” এই ঘোষণার আগে, ২০২৪ সালের নির্বাচনের আগে ১৩৭ বছরের পুরনো এই রাজনৈতিক দলকে পুনর্গঠন করার জন্য প্রশান্ত কিশোরে দলের প্রস্তাব গ্রহণ করবেন কিনা তা নিয়ে জোর গুঞ্জন চলছিল কংগ্রেসের অন্দরেও।
advertisement
নির্বাচনী কৌশলবিদ পিকে বেশ কয়েক সপ্তাহ ধরে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কমপক্ষে তিনটি বৈঠক করেছেন। এই সময়ে তিনি বিগত কয়েক বছর ধরে নির্বাচনী পরাজয়ের ধারাবাহিকতা থেকে দলকে পুনরুজ্জীবিত করার জন্য তাঁর পরিকল্পনার বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশনও দিয়েছেন। যদিও সূত্রের খবর, কমিটিতে প্রিয়াঙ্কা গান্ধি এবং অম্বিকা সোনির মতো নেতারা পিকের পক্ষে রইলেও দিগ্বিজয় সিং, মুকুল ওয়াসনিক, রণদীপ সুরজেওয়ালা এবং জয়রাম রমেশের মতো নেতারা প্রশান্ত কিশোরের বিপক্ষেই ছিলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2022 4:38 PM IST