TRENDING:

Delhi high Court slams Arvind Kejriwal: কেজরিওয়াল দেশের স্বার্থের থেকে ব্যক্তিস্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছেন: দিল্লি হাই কোর্ট

Last Updated:

এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুক্রবার মন্তব্য করে জানায় অরবিন্দ কেজরিওয়াল ব্যক্তিস্বার্থকে দেশের স্বার্থের থেকে বেশি প্রাধান্য দিচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুক্রবার দিল্লি হাই কোর্টের ভর্ৎসনার মুখে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রায় দু‘লক্ষের বেশি ছাত্রছাত্রীদের পাঠ্যবই দিতে সমস্যায় পড়েছে দিল্লি সরকার, তাই দিল্লি হাই কোর্টের অন্তর্বর্তীকালীন প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমীত প্রীতম সিংহের ডিভিশন বে‍ঞ্চের সমালোচনার মুখে পড়ল আম আদমি পার্টির নেতৃত্বাধীন দিল্লির সরকার এবং দিল্লি কর্পোরেশন।
অরবিন্দ কেজরিওয়াল, ছবি - পিটিআই
অরবিন্দ কেজরিওয়াল, ছবি - পিটিআই
advertisement

আরও খবর: ভোট দিতে এসে শামির মুখে মোদির নাম, কী বললেন ভারতীয় পেসার?

এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুক্রবার মন্তব্য করে জানায় অরবিন্দ কেজরিওয়াল ব্যক্তিস্বার্থকে দেশের স্বার্থের থেকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তারা আরও বলেন, “স্কুলের বই বা পোশাক বিলি করা আদালতের কাজ নয়, কেজরিওযাল শুধু মাত্র ক্ষমতায় বিশ্বাস করেন, আর কত ক্ষমতা চাই ওনার।”

advertisement

আরও খবর: স্ত্রীর গয়নায় স্বামীর কোনও অধিকার নেই, স্ত্রীধন নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

সোশ্য়াল জুরিস্ট নামের এক সংস্থার করা এক জনস্বার্থ মামলায় দাবি করা হয় মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লির স্কুলের পড়ুয়ারা এখনও পাঠ্যবই পায়নি। যদিও এ নিয়ে দিল্লি কর্পোরেশনের কমিশনারের যুক্তি স্ট্যান্ডিং কমিটি তৈরি হয়নি বলেই পড়ুয়াদের পাঠ্যবই, পোশাক এবং ব্যাগ দেওয়া যাচ্ছে না। দিল্লি হাই কোর্ট দিল্লি সরকারকে দু‘দিনের মধ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। দিল্লি সরকার কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi high Court slams Arvind Kejriwal: কেজরিওয়াল দেশের স্বার্থের থেকে ব্যক্তিস্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছেন: দিল্লি হাই কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল