আরও খবর: ভোট দিতে এসে শামির মুখে মোদির নাম, কী বললেন ভারতীয় পেসার?
এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুক্রবার মন্তব্য করে জানায় অরবিন্দ কেজরিওয়াল ব্যক্তিস্বার্থকে দেশের স্বার্থের থেকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তারা আরও বলেন, “স্কুলের বই বা পোশাক বিলি করা আদালতের কাজ নয়, কেজরিওযাল শুধু মাত্র ক্ষমতায় বিশ্বাস করেন, আর কত ক্ষমতা চাই ওনার।”
advertisement
আরও খবর: স্ত্রীর গয়নায় স্বামীর কোনও অধিকার নেই, স্ত্রীধন নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের
সোশ্য়াল জুরিস্ট নামের এক সংস্থার করা এক জনস্বার্থ মামলায় দাবি করা হয় মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লির স্কুলের পড়ুয়ারা এখনও পাঠ্যবই পায়নি। যদিও এ নিয়ে দিল্লি কর্পোরেশনের কমিশনারের যুক্তি স্ট্যান্ডিং কমিটি তৈরি হয়নি বলেই পড়ুয়াদের পাঠ্যবই, পোশাক এবং ব্যাগ দেওয়া যাচ্ছে না। দিল্লি হাই কোর্ট দিল্লি সরকারকে দু‘দিনের মধ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। দিল্লি সরকার কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।