TRENDING:

Arvind Kejriwal Attack: পদযাত্রায় যেতেই কেজরিওয়ালের উপর ভয়ঙ্কর আক্রমণ! আপের অভিযোগের আঙুল বিজেপির দিকে

Last Updated:

Arvind Kejriwal Attack: কেজরিওয়াল শুক্রবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির বিকাশপুরী এলাকায় একটি পদযাত্রা করছিলেন। তখনই কিছু দুষ্কৃতি তার উপর আক্রমণ করার চেষ্টা করে বলে খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অরবিন্দ কেজরিওয়ালের উপর আক্রমণ, আপের অভিযোগের তিড় বিজেপির দিকে
অরবিন্দ কেজরিওয়ালের উপর আক্রমণ, আপের অভিযোগের তিড় বিজেপির দিকে
advertisement

কেজরিওয়াল শুক্রবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির বিকাশপুরী এলাকায় একটি পদযাত্রা করছিলেন। তখনই কিছু দুষ্কৃতি তার উপর আক্রমণ করার চেষ্টা করে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। আপের তরফ থেকে এটাও বলা হয়েছে যে, গোটা ঘটনা পুলিশের সামনে ঘটলেও তারা বিজেপির গুন্ডাদের আটকানোর কোনও চেষ্টাই করেনি৷

আরও পড়ুন: জীবন আগে! দানার ঝাপটাকে পাত্তা না দিয়ে বৃদ্ধাকে পিঠে নিয়ে হাঁটলেন আশা কর্মী, ভাইরাল ভিডিও

advertisement

দিল্লির মন্ত্রী এবং সিনিয়র AAP নেতা সৌরভ ভারতওয়াজ জানিয়েছেন, কেজরিওয়ালের ওপর যদি কিছু ঘটে, তবে বিজেপিকে এর পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেন, কেজরিওয়াল জনগণের মধ্যে যাচ্ছেন এবং তাদের ভালোবাসা ও মমতা পাচ্ছেন বলেই এই আক্রমণ করা হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি বলেছেন যে, বিজেপির অশুভ রাজনীতি প্রমাণ এটা। কেজরিওয়ালের উপর আক্রমণ করে খুব নিম্ন রুচির পরিচয়। তবে এভাবে তারা আসন্ন নির্বাচনে AAP-কে পরাজিত করতে পারবে না।

advertisement

তিনি একটি প্রেস কনফারেন্সে বলেছেন, “আজ পদযাত্রার সময় কিছু বিজেপি কর্মী আরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে স্লোগান দেয় এবং তার উপর আক্রমণ করে। এই আক্রমণে তাঁর ভয়াবহ কিছু ঘটতে পারত। যদি তাদের হাতে অস্ত্র থাকত, তাহলে আরবিন্দ কেজরিওয়ালও প্রাণ হারাতে পারতেন। এই আক্রমণ স্পষ্টভাবে বিজেপির দ্বারা পরিচালিত হয়েছে কারণ বিজেপির কর্মীরা আগেও কেজরিওয়ালের উপর আক্রমণ করেছে। আজ পর্যন্ত দিল্লি পুলিশ সেইসব লোকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি, যারা কেজরিওয়ালের উপর আক্রমণ করেছে।”

advertisement

আরও পড়ুন: উত্তরপ্রদেশে এবার শিশুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন, স্কুল ভ্যান টার্গেট করে চলল গুলির ফোয়ারা!

অতীশি গত মাসেই দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং তিনি দাবি করেছেন যে বিজেপি দলের কেজরিওয়ালের  বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি বলছিলেন,  “দিল্লির মানুষ দেখেছে বিজেপির রাজনীতি কত নিচে নেমে যেতে পারে। আরবিন্দ কেজরিওয়ালের উপর বিজেপির গুণ্ডারা আক্রমণ করেছে তার বিকাশপুরীতে পদযাত্রার সময়। বিজেপি জানে যে তারা AAP এবং আরবিন্দ কেজরিওয়ালকে নির্বাচনে পরাজিত করতে পারবে না, এজন্য তারা এই ধরনের নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে এবং কেজরিওয়ালকে মেরে ফেলতে চায়।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Arvind Kejriwal Attack: পদযাত্রায় যেতেই কেজরিওয়ালের উপর ভয়ঙ্কর আক্রমণ! আপের অভিযোগের আঙুল বিজেপির দিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল