আরও পড়ুন- এই পাথরের মাঝে হাত নাড়ছে এক শিশু! আপনি জিনিয়াস না হলে খুঁজে পাওয়া কার্যত অসম্ভব!
“জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্যের আধিকারিক এবং পুলিশ পরিচালিত অনুসন্ধান অভিযান অবিরাম বৃষ্টির কারণে ব্যাহত হয়,” বলেন জিমি চিরাম। সোমবার কাদায় আটকে থাকা একটি মোটরসাইকেল বের করার চেষ্টার সময় গঙ্গা-জুলি বস্তি রোডে ভূমিধসে চাপা পড়েন গণপূর্ত বিভাগের দুই শ্রমিকও।
advertisement
কুরুং কুমে জেলায় ভূমিধসের কারণে তিনজন প্রাণ হারিয়েছেন এবং একজন এখনও নিখোঁজ, জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক সূত্র। রাজ্যের বেশিরভাগ অংশেই গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। যার জেরে বেশ কয়েকটি জেলা থেকে ভূমিধসের খবর পাওয়া গিয়েছে।
ভারী বর্ষণে ভূমিধস ও বন্যা পরিস্থিতি তৈরির কারণে বুধবার পর্যন্ত ১৪ টি জেলার ৩৩ টি গ্রামের প্রায় ৩,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কমপক্ষে ৭.৬ হেক্টর চাষের ক্ষেত ধ্বংস হয়ে গিয়েছে, সারা রাজ্য জুড়ে ৩৯২ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন- ভারত ভাগের সময় বিচ্ছিন্ন, ৭৫ বছর পর মুসলিম প্রৌঢ়া খুঁজে পেলেন শিখ ভাইদের!
বর্ষার প্রস্তুতি বিষয়ে একটি বৈঠকের সময়, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বৃহস্পতিবার দুর্যোগের কারণে প্রাণহানি এড়াতে শক্তিশালী আগাম সতর্কতা ব্যবস্থা স্থাপনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি জানান, বর্ষাকালে রাজ্য জরুরি অপারেশন কেন্দ্রকে চব্বিশ ঘণ্টাই সক্রিয় থাকতে হবে।