TRENDING:

Anubrata Mondal in Delhi: সাংসদ হয়ে দিল্লি যেতে চাননি, বন্দি হিসেবেই রাজধানীতে পা পড়ল অনুব্রতর

Last Updated:

এ দিন সন্ধ্যা ৬.৫৬ মিনিটে অনুব্রতকে নিয়ে কলকাতা থেকে দিল্লি উড়ে যায় বেসরকারি সংস্থার বিমান৷ কিছুক্ষণ আগেই দিল্লিতে পৌঁছয় সেই বিমান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বহুবার আফশোস করেছেন, একাধিকবার সাংসদ হওয়ার প্রস্তাব দেওয়া হলেও বীরভূম ছেড়ে নড়তে চাননি তাঁর প্রিয় কেষ্ট৷ দিল্লি যেতে কেন তাঁর অনীহা, তা নিয়ে প্রশ্ন করা হলেও অনুব্রত হাসি মুখে উত্তর দিতেন, আমি বীরভূমেই ভাল আছি৷
দিল্লি যেতেই হল অনুব্রতকে।
দিল্লি যেতেই হল অনুব্রতকে।
advertisement

শেষ পর্যন্ত অবশ্য দিল্লি যেতেই হল অনুব্রত মণ্ডলকে৷ সাংসদ হয়ে তিনি দিল্লি যেতে রাজি হননি৷ শেষ পর্যন্ত অবশ্য বন্দি হিসেবেই রাজধানীর বুকে পা পড়ল অনুব্রত মণ্ডলকে৷ দিল্লি যাওয়ার আগে জোকার ইএসআই হাসপাতাল, কলকাতা বিমানবন্দরে গরু চোর, চোর কটাক্ষও শুনতে হল একদা বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে৷

আরও পড়ুন: 'চোর, চোর!' অনুব্রতকে দেখেই চিৎকার বিমানবন্দরে, শেষ মুহূর্তেও বায়না কেষ্টর

advertisement

এ দিন সন্ধ্যা ৬.৫৬ মিনিটে অনুব্রতকে নিয়ে কলকাতা থেকে দিল্লি উড়ে যায় বেসরকারি সংস্থার বিমান৷ কিছুক্ষণ আগেই দিল্লিতে পৌঁছয় সেই বিমান৷

বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠরা বলছেন, স্মরণকালের মধ্যে অনুব্রতর দিল্লি যাত্রার কথা তাঁদের মনে পড়ছে না৷ বীরভূমের বাইরে বলতে দলীয় কর্মসূচিতে অনুব্রত বিভিন্ন জেলায় গিয়েছেন৷ কখনও বা কলকাতায় এসেছেন৷ কয়েকবছর আগে একবার রাজস্থান বেড়াতে গিয়েছিলেন স্ত্রী ও মেয়েকে নিয়ে৷ স্ত্রী অসুস্থ হওয়ার পর তাঁর চিরিৎসার জন্য বেঙ্গালুরুতেও গিয়েছিলেন৷ কিন্তু গত বছরের অগাস্ট মাসে সিবিআই-এর হাতে গ্রেফতারের আগে পর্যন্ত অনুব্রত রাজনৈতিক কাজে দিল্লি গিয়েছেন, এমন ঘটনা মন করতে পারছেন না তাঁর ঘনিষ্ঠ বৃত্তে থাকা কেউই৷

advertisement

আরও পড়ুন:  ব্রেকফাস্টে কচুরি, চাটনি, সুগার ফ্রি মিষ্টি, কলকাতা আসার পথে শক্তিগড়ে খাওয়া সারলেন অনুব্রত

এ দিনও অবশ্য দিল্লির বিমানে ওঠার আগে পর্যন্ত তিনি অসুস্থ বলে বার বার ইডি অফিসারদের কাছে অনুযোগ করেছেন অনুব্রত৷ তাঁকে কাছের কোনও হাসপাতালেও নিয়ে যাওয়ার অনুরোধ করেন তিনি৷ কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে৷ দিল্লি যাত্রাই ছিল অনুব্রতর ভবিতব্য৷ দিল্লি পৌঁছনোর পর আজই বিশেষ ব্যবস্থা করে অনুব্রতকে বিচারকের বাড়িতে হাজির করানো হবে, নাকি আগামিকাল পর্যন্ত ইডি অপেক্ষা করবে, তা স্পষ্ট নয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তবে যে দিল্লিকে তিনি বার বার এড়াতে চেয়েছেন, আপাতত সেখানেই আগামী বেশ কয়েকদিন কঠিন সময় অপেক্ষা করছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জন্য৷

বাংলা খবর/ খবর/দেশ/
Anubrata Mondal in Delhi: সাংসদ হয়ে দিল্লি যেতে চাননি, বন্দি হিসেবেই রাজধানীতে পা পড়ল অনুব্রতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল