এ দিকে এ দিন কলকাতা হাইকোর্টেও অস্বস্তি অনুব্রত মণ্ডলের। কলকাতা হাইকোর্টেও স্থগিতাদেশ জোগাড়ে ব্যর্থ অনুব্রত। প্রবীণ আইনজীবীর মৃত্যুতে এ দিন শুনানি অসম্পূর্ণ থাকে। আগামিকাল বিশেষ বেঞ্চ গঠন করে শুনানির জন্য প্রধান বিচারপতি কাছে অনুরোধ পাঠালেন বিচারপতি বিবেক চৌধুরী। শনিবার সকাল ১১ টায় অনুব্রত মণ্ডল আবেদনের শুনানি সম্ভাবনা। শনিবার ছুটির দিন বিশেষ বেঞ্চ গড়ে শুনানির জন্য অনুরোধ পাঠালেন বিচারপতি বিবেক চৌধুরী। ফলে আইনি দিক দিয়ে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে আপাতত ইডি-র কোনও বাধা রইল না।
advertisement
আরও পড়ুন: অনুব্রতর পরিচারকের অ্যাকাউন্টেও ১৫ লক্ষ! বড় পদক্ষেপ করল সিবিআই
এ দিন দিল্লি হাইকোর্টে অনুব্রতর আইনজীবী আদালতে বলেন, নেওয়ার অভিযোগ আনা হয়। তিনি বলেন, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। যদিও এখন ইডি দিল্লিতে আনতে চাইছে। এই মামলা দিল্লির নয়। তাও আনতে চাইছে। ১৭ মার্চ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে সোম অথবা মঙ্গলবার শুনানির দিন ধার্য হোক।
বিচারপতি বলেন, "অন্য আদালতেও আপনারা আবেদন করেছেন। তাহলে এখানে এসেছেন কেন ? অন্য কোর্টে আবেদনের বিষয় আলাদা।" ইডির আইনজীবী আদালতে জানান, "অভিযুক্তের আইনজীবীদের বক্তব্য রেকর্ড করা হোক। ওরা দু'-রকম কথা বলছেন।" সোমবার শুনানির আবেদন জানান কপিল সিবাল। ইডির আইনজীবী পাল্টা বলেন, ৯ জানুয়ারি থেকে সময় নিয়ে চলেছেন। মৌখিক আশ্বাসে সময় নিয়েই চলেছেন।
আরও পড়ুন: রাজধানীতে টিকিট কাটা, ট্রেনে উঠতে হবে অনুব্রতকে? সব ব্যবস্থা করে রাখল ইডি
অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, "অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হবে না বলে আসানসোল আদালতে মৌখিক আশ্বাস দিয়েছিল ইডি। তারপরেও দিল্লি আনার প্রস্তুতি চলছে। ইডির আইনজীবী তার জবাবে বলেন, আদালতের রেকর্ডে মৌখিক আশ্বাসের কোনও উল্লেখ নেই।"
অনুব্রতকে দিল্লি নিয়ে এসে জেরা করায় সম্মতি দিয়েছে আসানসোল আদালত। তারপরেই এই তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যেতে আজ বিকেলের হাওড়া- দিল্লি রাজধানী এক্সপ্রেসের পাঁচটি টিকিট কেটে রাখা হয়েছে৷ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সশরীরে পেশ করার কথা অনুব্রত মণ্ডলকে৷ সেক্ষেত্রে অনুব্রতকে তিহাড় জেলে নিয়ে গিয়ে রাখা হবে
