TRENDING:

Anubrata Mondal: তিহাড় আর ভাল লাগছে না, কাতর আবেদন অনুব্রতর! কোথায় ফিরতে চান কেষ্ট?

Last Updated:

এই আবেদন জানিয়ে রাউস অ্যাভিনিউ আদালতে মামলা করলেন অনুব্রতর আইনজীবীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: তিহাড় জেল না পসন্দ অনুব্রত মণ্ডলের। আসানসোল সংশোধনাগারেই তাঁকে ফেরত পাঠানোর আবেদন বীরভূমের কেষ্টর। এ দিন রাউস অ্যাভিনিউ আদালতে কেষ্টর কাতর আবেদন, 'আমায় আসানসোলের জেলেই পাঠানো হোক।'
তিহাড়ে থাকতে চান না অনুব্রত।
তিহাড়ে থাকতে চান না অনুব্রত।
advertisement

এই আবেদন জানিয়ে রাউস অ্যাভিনিউ আদালতে মামলা করলেন অনুব্রতর আইনজীবীরা। তাঁদের কথায়, 'আইনে বলা আছে যে জায়গা থেকে অভিযুক্তকে তদন্তকারী সংস্থা হেফাজতে নেবে, হেফাজত শেষ হওয়ার পর অভিযুক্তকে সেই সেই জায়গায় ফিরিয়ে দিতে হবে। অনুব্রত মণ্ডলের ইডি হেফাজতের মেয়াদ শেষ। তাহলে আইন অনুযায়ী অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলে ফিরিয়ে দেওয়া হোক। এই যুক্তিতেই রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।

advertisement

আরও পড়ুন: 'বাবাও অনেক অযোগ্যকে চাকরি দিয়েছেন!' প্রয়াত কমল গুহকেই কাঠগড়ায় তুললেন ছেলে উদয়ন

এ দিকে, গরু পাচার মামলায় এবার ইডি-র নজরে বীরভূমের সিউড়ি থানার ওসি মহম্মদ আলি। আজ শনিবার দিল্লিতে তলব করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ১০ টার মধ্যে যাবতীয় নথিপত্র নিয়ে তাঁকে দিল্লির ইডি-র দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও শনিবার হাজিরা দেননি তিনি। ইনকাম ট্যাক্সের কাগজপত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের নথি, সম্পত্তির যাবতীয় কাগজ নিয়ে যেতে বলা হয়েছে মহম্মদ আলিকে। সিউড়ি থানার ওসি মহম্মদ আলি বীরভূমে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত।

advertisement

আরও পড়ুন: চাকরির নাম কোটি কোটি টাকা আত্মসাৎ! ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ 'এই' জেলায়!

সিবিআই-এর অভিযোগ ছিল, অনুব্রত আসানসোল জেলে থাকার সময় সিউড়ির এই আইসি-র সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছিলেন।

অভিযোগ, গত বছরের ২০ ডিসেম্বর আচমকা যে দুবরাজপুর থানায় শিবঠাকুর মণ্ডলের মামলায় অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়া হয়েছিল, সেই ঘটনাতেও এই ওসি-র ভূমিকা ছিল। প্রসঙ্গত, সেই সময় পুরনো মামলায় অনুব্রতকে গ্রেফতার করিয়ে তাঁর ইডি হেফাজত এড়ানোর চেষ্টা করা হচ্ছিল বলে মনে করেন ইডি-র গোয়েন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাছাড়া, সায়গল হোসেনের মাধ্যমে অনুব্রতর সঙ্গে এই পুলিশ অফিসারের আর্থিক লেনদেনেরও খোঁজ নাকি পেয়েছে ইডি। এর আগে গরু পাচার মামলায় আসানসোলের বিশেষ সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্ট কৃপাময় নন্দীকে তলব করেছে ইডি।

বাংলা খবর/ খবর/দেশ/
Anubrata Mondal: তিহাড় আর ভাল লাগছে না, কাতর আবেদন অনুব্রতর! কোথায় ফিরতে চান কেষ্ট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল