TRENDING:

বলিউড এফেক্ট ! হুবহু চন্দ্রবাবু নাইডুর মত দেখতে এই ব্যক্তিকে, চক্ষু চড়কগাছ সবার

Last Updated:

টোটাল ফিল্মি ! না একথা বললে খুব একটা ভুল হবেনা একটুও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অমরাবতি: টোটাল ফিল্মি ! না একথা বললে খুব একটা ভুল হবেনা একটুও ৷ হুবহু একই দেখতে চরিত্র নিয়ে টলিউড ও বলিউডে একাধিক ছবি নির্মিত হয়েছে ৷ যেমন ভ্রান্তিবিলাস, সুবর্ণ গোলক, রাম অউর শ্যাম, সীতা অউর গীতা ৷ এতো সিনেমার কথা কিন্তু বাস্তবেও এর অন্যথা হয়না ৷ াসলে সিনেমার রসদ তো শুধু কল্পনা থেকেই সংগৃহীত  হয়না ৷ বাস্তবেও এর অনেক প্রভাব রয়েছে ৷
advertisement

সম্প্রতি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর মত দেখতে একটি মানুষকে দেখা গিয়েছে কর্মরত অবস্থায় ৷ চন্দ্রবাবুর অতি প্রিয় বা অতি বড় সমর্থকও চিনতে ভুল করবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সেই অবয়ব, সেই চেহারা, সেই ভঙ্গি যেন মনে হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী একটি দোকানে কর্মরত অবস্থায় আছেন ৷ হুবহু মুখ্যমন্ত্রীরকে েকটি কাবারের দোকানে কর্মরত দেখে প্রথমে চমকে গিয়েছিলেন বাকি মানুষেরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বলিউড এফেক্ট ! হুবহু চন্দ্রবাবু নাইডুর মত দেখতে এই ব্যক্তিকে, চক্ষু চড়কগাছ সবার