TRENDING:

Stampede At Venkateswara Swamy Temple: ভক্তদের প্রবল ভিড়, ঠেলাঠেলি! অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৯

Last Updated:

Stampede At Venkateswara Swamy Temple: অন্ধপ্রদেশের শ্রীকাকুলামের একটি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত বহু। একাদশী উপলক্ষে কাসিবুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার প্রবল ভিড় জমান ভক্তরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্রীকাকুলাম: অন্ধপ্রদেশের শ্রীকাকুলামের একটি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত বহু। একাদশী উপলক্ষে কাসিবুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার প্রবল ভিড় জমান ভক্তরা। সেই ভিড়ের চাপেই ঘটেছে পদদলিত হওয়া ঘটনা। ঠিক কতজনের মৃত‍্যু হয়েছে এই ঘটনায় সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে মৃতের সংখ‍্যা প্রায় ৯। মর্মান্তিক এই ঘটনায় ইতিমধ‍্যে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ‍্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
ভক্তদের প্রবল ভিড়, ঠেলাঠেলি! অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত বহু
ভক্তদের প্রবল ভিড়, ঠেলাঠেলি! অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত বহু
advertisement

অন্ধ্রপ্রদেশের রাজ‍্যপালের দফতর একটি বিবৃতিতে ঘটনার জন‍্য শোকপ্রকাশ করেছে। বিবৃতিতে জানান হয়েছে, ভক্তদের প্রবল ভিড়ের কারণেই ঘটেছে এই ঘটনা। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ ঘটনাস্থলে পৌঁছবেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, মৃতদের পরিবারের জন‍্য ২ লক্ষ এবং আহতদের জন‍্য ৫০,০০০ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: প্রথমে টিউশন, তারপর ইউটিউব, আর এখন…সাড়া ফেলে দিয়েছেন দাঁতনের যুবক! শিক্ষকতা করেই রোজগার লক্ষ লক্ষ, কীভাবে?

advertisement

আরও পড়ুন: পাক আর্মি কনভয়ে হামলা! বালোচ বিদ্রোহীদের হাতে নিহত ৯ সেনা, ফের উত্তপ্ত বালোচিস্তান

সেরা ভিডিও

আরও দেখুন
মালদহবাসীর জন্য সুখবর! মেডিক্যাল কলেজে বাড়তে চলেছে চিকিৎসক সংখ্যা!
আরও দেখুন

সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের সরকারের পক্ষ থেকে জানান হয়েছে যে, মন্দিরটি ব্যক্তিগতভাবে পরিচালিত হয়, ইনডাউনমেন্ট ডিপার্টমেন্টের অধীনে নয়। পাশাপাশি আয়োজকরা সমাবেশের জন্য অনুমোদন নেননি এবং যেখানে ভক্তরা জড়ো হয়েছিলেন সেই এলাকা এখনও নির্মাণাধীন ছিল বলেই জানা গিয়েছে। অন্ধ্রের মুখ‍্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন যে তিনি এই ঘটনায় ‘শোকাহত’। ‘‘এটি খুবই মর্মান্তি যে ভক্তরা এই দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গিয়েছেন। আমি শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি’’, এক্স হ‍্যান্ডেলে পোস্ট করেছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Stampede At Venkateswara Swamy Temple: ভক্তদের প্রবল ভিড়, ঠেলাঠেলি! অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৯
Open in App
হোম
খবর
ফটো
লোকাল