আরকে সৈকতে কুরসুরা সাবমেরিন মিউজিয়ামের কাছে নির্মিত এই ভাসমান সেতুটি রবিবার যৌথ ভাবে মন্ত্রী গুড়িভড়া অমরনাথ এবং ওয়াইসিপি রাজ্যসভার সাংসদ ওয়াইভি সুব্বারেডি মিলে উদ্বোধন করেছিলেন। প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ভাসমান সেতু। এই ভাসমান সেতুর নির্মাণে কাজ করেছে বিশাখা মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি। জানুয়ারির প্রথম সপ্তাহে এই কাজ শুরু করে নির্বাচনকে সামনে রেখে দ্রুত সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়। সেই মতো নির্বাচনের আগেই তড়িঘড়ি করে সেতু নির্মাণ করে তার উদ্বোধনও হয়। তবে তা হলেও উদ্বোধনের দ্বিতীয় দিনেই ভাসমান সেতু ভেঙে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছে শাসক দল। আরকে বিচে আসা পর্যটকরাও এই ঘটনায় ক্ষুদ্ধ হয়েছেন।
advertisement
অন্য দিকে, খোদ ভাসমান সেতু নির্মাণে আপত্তি জানিয়েছেন কয়েকজন বিশেষজ্ঞ। এই বিষয়ে সন্দেহ ও উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, প্রায় সবসময়ই আরকে সৈকতে উচ্চ ঢেউ আসতে থাকে এবং এখানে ভাসমান সেতু নির্মাণ করা হলে একটি গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে, তবে এটি চালু হওয়ার দ্বিতীয় দিনেই যে এটি ঘটবে তা কারও ধারণা ছিল না। এই প্রেক্ষাপটে সমালোচনা করা হচ্ছে যে, কেবলমাত্র তাড়াহুড়ো করে নির্মাণের লক্ষ্য ছাড়া, নিরাপত্তার অন্যান্য দিকগুলো বিবেচনাই করা হয়নি।