Shaktirupenn-Official Trailer: গল্প নয়, নির্মম সত্য; সুটিয়ার নারীনিগ্রহের আসল চেহারা নিয়ে সামনে এল ট্রেলার, 'শক্তিরূপেণ' মনে ভয় ধরাবে

Last Updated:

কোনও ঘটনার ভুক্তভোগী কেউ যদি না হন বা চোখের সামনে না দেখেন, তাহলে তার গভীরতা উপলব্ধি করা সম্ভব নয়। 'শক্তিরূপেণ'-র ট্রেলার সেই কাজটাই করে দেখিয়েছে।

গল্প নয়, নির্মম সত্য; সুটিয়ার নারীনিগ্রহের আসল চেহারা নিয়ে সামনে এল ট্রেলার, 'শক্তিরূপেণ' মনে ভয় ধরাবে
গল্প নয়, নির্মম সত্য; সুটিয়ার নারীনিগ্রহের আসল চেহারা নিয়ে সামনে এল ট্রেলার, 'শক্তিরূপেণ' মনে ভয় ধরাবে
কলকাতা: “সুটিয়া। আমাদের রাজ্যের ছোট্ট গ্রাম। ১৯৯৯ থেকে ২০০১, এই তিন বছরে এখানে ঘটে দুশোটা ধর্ষণ। শুধু ৪০ দিনে ৭৯টা ধর্ষণের রেকর্ড আছে এই গ্রামে।”
খাতায়-কলমের তথ্য। বা বলা ভাল পরিসংখ্যান। এমনটাও নয় যে তার সঙ্গে আমরা পরিচিত নই। বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে সুটিয়া চলে এসেছিল খবরের শিরোনামে। কালের নিয়মে আবার মিলিয়েও যায়। এবার, সেই সুটিয়ার বাস্তব নিয়ে প্রকাশ্যে এল ‘শক্তিরূপেণ’-র ট্রেলার।
আরও পড়ুন– ভাই-বোনের বিয়ে বাধ্যতামূলক, লঙ্ঘন করলেই শাস্তি ! এমন প্রথা প্রচলিত এ দেশেরই এক রাজ্যে
advertisement
advertisement
টিজার লঞ্চ হয়ে গিয়েছিল আগেই। ট্রেলারের শুরুতেই মনে ভয় ধরিয়ে দেয় একেবারে শুরুর পরিসংখ্যান সংক্রান্ত কথাগুলো। আসলে, কোনও ঘটনার ভুক্তভোগী কেউ যদি না হন বা চোখের সামনে না দেখেন, তাহলে তার গভীরতা উপলব্ধি করা সম্ভব নয়। ‘শক্তিরূপেণ’-র ট্রেলার সেই কাজটাই করে দেখিয়েছে।
advertisement
এই জায়গায় এসে ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্র রিষান এবং দময়ন্তীর সঙ্গে খুব ভাল ভাবেই নিজেদের মিলিয়ে নিতে পারবেন দর্শক। রিষানের ছোট্ট বুটিক আছে বৈচি গ্রামে। সেখানকারই ডিজাইনার দময়ন্তী। ফুলিয়ার অনাদিবাবুর তাঁত ঘর থেকে কাপড় নিয়ে ফেরার পথেই তাঁরা ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন। ধীরে ধীরে অন্য দিকে বাঁক নেয় ঘটনা। ঘটতে থাকে একের পর এক খুন। আর তৈরি হয় নানা প্রশ্ন। কিন্তু সুটিয়ার কোনও অতীত কি এর সঙ্গে জড়িয়ে রয়েছে? সেই সব প্রশ্নের উত্তর মিলবে খুব তাড়াতাড়ি।
advertisement
সন্দেহ নেই, ‘শক্তিরূপেণ’-র ট্রেলার আমাদের বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে। চোখের সামনে অন্যায় ঘটতে দেখেও নিজেদের পরিণতির কথা ভেবে চুপ করে যাওয়া, ভিতরে কুরে কুরে মরা অপরাধবোধে, অবশেষে লড়াইয়ের সাহস জোগানো- মানবচরিত্রের এই যাত্রাপথ সুন্দরভাবে ফুটে উঠেছে ট্রেলারেই, তা ওয়েব সিরিজটি দেখার আগ্রহও বাড়াচ্ছে বইকি।
advertisement
‘শক্তিরূপেণ’ ওয়েব সিরিজের কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। পরিচালনা করছেন সুরজিৎ (সাহেব) মুখোপাধ্যায়। সৃজনশীল পরিচালনা এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন যথাক্রমে রাজদীপ ঘোষ এবং স্কাইপ্যান কমিউনিকেশনস। তবে এই নতুন ওয়েব সিরিজে রয়েছে আরও একটি চমক। কারণ ‘শক্তিরূপেণ’-র জন্য প্রথম বারের জন্য জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং বাংলা টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেতা নবাব রেজওয়ান।
advertisement
এবার শুধু ক্লিক ওয়েব অরিজিনালস-এ সত্য ঘটনা অবলম্বনে ‘শক্তিরূপেণ’র মুক্তির প্রতীক্ষা!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shaktirupenn-Official Trailer: গল্প নয়, নির্মম সত্য; সুটিয়ার নারীনিগ্রহের আসল চেহারা নিয়ে সামনে এল ট্রেলার, 'শক্তিরূপেণ' মনে ভয় ধরাবে
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই
ফিরছে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement