TRENDING:

Anant Ambani Exclusive Interview:'আমরা পরিবারের সকলে খুব পশু-পাখি ভালবাসি’, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে Network 18-কে বললেন অনন্ত আম্বানি

Last Updated:

Anant Ambani Exclusive Interview: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি নেটওয়ার্ক18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন যে তাঁদের পরিবারের সকলে পশু-পাখি খুবই ভালবাসেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামনগর, গুজরাতঃ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি নেটওয়ার্ক18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন যে তাঁদের পরিবারের সকলে পশু-পাখি খুবই ভালবাসেন। তিনি বলেন, ‘খুব অল্প বয়স থেকেই আমার মনে পশুপাখি নিয়ে কিছু করার ইচ্ছা ছিল। বন‍্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করার পিছনে আমার প্রাথমিক অনুপ্রেরণা আমার বাবা-মা। বর্তমানে আমরা ভারতের বিলুপ্ত প্রজাতিগুলিকে রক্ষা করার দিকে মনোনিবেশ করছি।’
'আমরা পরিবারের সকলে খুব পশুপাখি ভালবাসি’
'আমরা পরিবারের সকলে খুব পশুপাখি ভালবাসি’
advertisement

আরও পড়ুনঃ ‘বাবা আসলে ঠাকুরদার স্বপ্নপূরণ করেছেন’, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে Network 18-কে বললেন অনন্ত আম্বানি

প্রসঙ্গত, অনন্ত আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে। একইসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর পদেও রয়েছেন অনন্ত। সেই অনন্তের সঙ্গে বিয়ে হতে চলেছে এনকোর হেলথ কেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার। ২০২৪ এর ১ মার্চ থেকে অনন্ত ও রাধিকার বিয়ের প্রি ওয়েডিংয়ের নানা অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সম্প্রতি তাঁদের প্রি ওয়েডিংয়ের আমন্ত্রণপত্র ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

advertisement

জানা গিয়েছে, জামনগরে ১ থেকে ৩ মার্চ ২০২৪ অনন্ত ও রাধিকার বিয়ে উপলক্ষে প্রি ওয়েডিংয়ের নানা অনুষ্ঠান চলবে রিলায়েন্স গ্রিন্স-এ। জামনগরে ১৯৯৭ সালে বিশ্বের সবচেয়ে বড় গ্রাসরুট রিফাইনিং কমপ্লেক্স তৈরি করেছিল রিলায়েন্স। সেখানে বছরের পর বছর প্রায় ১০ মিলিয়ন গাছ লাগানো হয়েছে। সেই সবুজে ঘেরা সমারোহেই হবে অনন্ত ও রাধিকার বিয়ের প্রি ওয়েডিং।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০২৩ সালের ১৯ জানুয়ারি গোল ধানা সেরিমনিতে মুম্বইতে অনন্ত ও রাধিকার এনগেজমেন্ট হয়েছিল। গোল ধানা অর্থাৎ ধনে ও গুড়। সেই অনুষ্ঠানে সমস্ত অতিথিদের এই গোল ধানা উপহার দেওয়া হয়েছিল। গুজরাতি বিয়েতে এভাবেই বাগদানের অনুষ্ঠান হয়ে থাকে। দুই পরিবার ও অতিথিদের উপস্থিতিতে হয়েছিল অন্তত ও রাধিকার এনগেজমেন্ট। এবার তাঁদের বিয়ের পালা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani Exclusive Interview:'আমরা পরিবারের সকলে খুব পশু-পাখি ভালবাসি’, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে Network 18-কে বললেন অনন্ত আম্বানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল