Anant Ambani Exclusive Interview: 'বাবা আসলে ঠাকুরদার স্বপ্নপূরণ করেছেন', এক্সক্লুসিভ সাক্ষাৎকারে Network 18-কে বললেন অনন্ত আম্বানি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Anant Ambani Exclusive Interview: Network 18-কে দেওয়া সাক্ষাৎকারে অনন্ত বলেন, ''প্রতিটি ব্যবসায়িক পরিকল্পনার নেপথ্যে আমার বাবার লক্ষ্য থাকে, কী করে তা মানুষের উন্নতি সাধনে কাজে লাগবে।''
জামনগর: আম্বানি পরিবারে এখন সাজো সাজো রব! কারণ বাড়ির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইয়ে নিজেদের বাসভবন অ্যান্টিলিয়াতে পরম্পরাগত অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সম্পন্ন হয়েছিল অনন্ত এবং রাধিকার। এবার চলতি বছরেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি। তার আগেই Network 18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অনন্ত তুলে ধরেন, নিজেদের পারিবারিক ইতিহাস, মূল্যবোধের কথা। অনন্ত বলেন, ”আমার বাবা মুকেশ আম্বানি আমার ঠাকুরদা ধীরুভাই আম্বানির স্বপ্নপূরণ করেছেন।” অনন্তর সংযোজন, ”আমার অনুপ্রেরণা আমার পরিবার। তবে, আমার বাবা ও ঠাকুরদা আমাকে প্রতি মুহূর্তে অনুপ্রেরণা জুগিয়ে চলেন।”
Network 18-কে দেওয়া সাক্ষাৎকারে অনন্ত বলেন, ”প্রতিটি ব্যবসায়িক পরিকল্পনার নেপথ্যে আমার বাবার লক্ষ্য থাকে, কী করে তা মানুষের উন্নতি সাধনে কাজে লাগবে। আমিও ব্যবসায়িক ক্ষেত্রে আমার বাবার দেখানো পথেই হাঁটছি। বাবার ভিশনকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার একমাত্র লক্ষ্য।”
প্রসঙ্গত, অনন্ত আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে। একইসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর পদেও রয়েছেন অনন্ত। সেই অনন্তের সঙ্গে বিয়ে হতে চলেছে এনকোর হেলথ কেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার। ২০২৪ এর ১ মার্চ থেকে অনন্ত ও রাধিকার বিয়ের প্রি ওয়েডিংয়ের নানা অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সম্প্রতি তাঁদের প্রি ওয়েডিংয়ের আমন্ত্রণপত্র ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
জানা গিয়েছে, জামনগরে ১ থেকে ৩ মার্চ ২০২৪ অনন্ত ও রাধিকার বিয়ে উপলক্ষে প্রি ওয়েডিংয়ের নানা অনুষ্ঠান চলবে রিলায়েন্স গ্রিন্স-এ। জামনগরে ১৯৯৭ সালে বিশ্বের সবচেয়ে বড় গ্রাসরুট রিফাইনিং কমপ্লেক্স তৈরি করেছিল রিলায়েন্স। সেখানে বছরের পর বছর প্রায় ১০ মিলিয়ন গাছ লাগানো হয়েছে। সেই সবুজে ঘেরা সমারোহেই হবে অনন্ত ও রাধিকার বিয়ের প্রি ওয়েডিং।
advertisement
আরও পড়ুন: রাধিকা-অনন্তের প্রি ওয়েডিংয়ে সেজে উঠেছে জামনগর, অতিথি তালিকায় জুকারবার্গ-গেটস-রাষ্ট্রপ্রধানরা
২০২৩ সালের ১৯ জানুয়ারি গোল ধানা সেরিমনিতে মুম্বইতে অনন্ত ও রাধিকার এনগেজমেন্ট হয়েছিল। গোল ধানা অর্থাৎ ধনে ও গুড়। সেই অনুষ্ঠানে সমস্ত অতিথিদের এই গোল ধানা উপহার দেওয়া হয়েছিল। গুজরাতি বিয়েতে এভাবেই বাগদানের অনুষ্ঠান হয়ে থাকে। দুই পরিবার ও অতিথিদের উপস্থিতিতে হয়েছিল অন্তত ও রাধিকার এনগেজমেন্ট। এবার তাঁদের বিয়ের পালা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2024 1:28 PM IST