TRENDING:

Ajit Doval Residence: হুড়হুড় করে ঢুকল গাড়িটি, আরোহীর শরীরে 'চিপ', অজিত ডোভালের বাড়িতে মারাত্মক কাণ্ড

Last Updated:

Ajit Doval Residence: সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মীরা তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে থামিয়ে দেন। এরপর তাকে হেফাজতেও নেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) বাসভবনে মারাত্মক কাণ্ড! জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বাড়িতে (National Security Adviser) নিরাপত্তা লঙ্ঘনের মতো ঘটনা ঘটল! জানা গিয়েছে, বুধবার গাড়ি নিয়ে এক ব্যক্তি জোর করে ডোভালের বাড়ির প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। কিন্তু সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মীরা তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে থামিয়ে দেন। এরপর তাকে হেফাজতেও নেওয়া হয়।
ডোভালের বাড়িতে মারাত্মক কাণ্ড!
ডোভালের বাড়িতে মারাত্মক কাণ্ড!
advertisement

জানা গিয়েছে, বর্তমানে দিল্লি পুলিশের স্পেশাল সেলের অফিসাররা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ব্যক্তি বেঙ্গালুরুর (Bengaluru) বাসিন্দা। অজিত ডোভালের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, ধরা পড়ার পর ওই ব্যক্তি কিছু মারাত্মক দাবিও করেছেন। সে দাবি করেছে, কেউ তার শরীরে একটি ইলেকট্রনিক চিপ (Electronic Chip) ঢুকিয়ে দিয়েছে। সেই চিপ দূর থেকে নিয়ন্ত্রণও করা হচ্ছে। তবে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে কোন চিপ পাওয়া যায়নি।

advertisement

আরও পড়ুন: ‘গোয়ায় হিন্দু ভোট ভাগ করতে চাইছে TMC’, কানপুরে তোপ মোদির, পাল্টা কটাক্ষ কুণালদের...

দিল্লি পুলিশের স্পেশাল সেলের পাশাপাশি, অ্যান্টি টেরর ইউনিট (Anti-terror Unit) বা সন্ত্রাস বিরোধী শাখাও ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। দিল্লি পুলিশের সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

আরও পড়ুন: ৪ বছরের বাচ্চার পেটে ৫ সেমি ব্যাটারি! ১৪ ঘণ্টার ম্যারাথন লড়াই শেষে চিকিৎসকেরা নতুন প্রাণ দিলেন শিশুটিকে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, গত বছর ৬ ফেব্রুয়ারি কাশ্মীরের সোপিয়া থেকে জঈশ জঙ্গি হিদায়ত উল্লা মালিককে গ্রেফতার করেছিল নিরাপত্তা বাহিনী। তার কাছ থেকে একটি ভিডিও উদ্ধার হয়েছিল। আর সেই ভিডিও ভারতীয় গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা আধিকারিকদের ঘুম উড়িয়ে দিয়েছিল। হিদায়তের কাছ থেকে উদ্ধার হওয়া ভিডিও থেকে জানা গিয়েছিল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাড়িতে নজর রাখছিল জঈশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠন। ডোভালের বাড়ি রেকি করে একের পর এক তথ্য জঙ্গি সংগঠনের নেতাদের কাছে পৌঁছে দিত হিদায়ত। এরপরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নিরাপত্তা বাড়ায় কেন্দ্র। এই পরিস্থিতিতে ফের তাঁর বাসভবনে ঢুকে পড়ল অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Ajit Doval Residence: হুড়হুড় করে ঢুকল গাড়িটি, আরোহীর শরীরে 'চিপ', অজিত ডোভালের বাড়িতে মারাত্মক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল