TRENDING:

Amit Shah || Tripura Assembly Election: ত্রিপুরায় শাহী প্রচারে নিশানায় 'তিপ্রামোথা'! তুমুল তোপ বাম-কংগ্রেস জোটে! নামই নিলেন না তৃণমূলের

Last Updated:

Amit Shah || Tripura Assembly Election: শান্তিরবাজারের পড়ে খোয়াই বিধানসভায় নির্বাচনী জনসভায় অমিত শাহ জনজাতি ভোটারদের মন পেতে হাতিয়ার করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা: ত্রিপুরায় প্রচারে ঝড় তুলতে শাহ। স্থানীয় শান্তির বাজার এলাকায় বিজয় সঙ্কল্প যাত্রায় সোমবার হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তোপ দাগলেন তিপ্রামোথার বিরুদ্ধে। সারাসরি বললেন বাম কংগ্রেসের সর্বজনীন জোট, কিন্তু তিপ্রামথার টেবিলের নিচের জোট। বললেন তিপ্রামথা ও কংগ্রেসকে ভোট দেওয়া মানে কমিউনিস্টদেরকে ভোট দেওয়া।
ত্রিপুরায় প্রচারে অমিত শাহ
ত্রিপুরায় প্রচারে অমিত শাহ
advertisement

মানিক সাহাকে পাশে নিয়ে এদিন অমিত শাহ করোনাকালে ত্রিপুরার মানুষকে দেওয়া ভ্যাকসিন দেওয়াকে হাতিয়ার করেন ভাষণে। শান্তিরবাজারের পড়ে খোয়াই বিধানসভায় নির্বাচনী জনসভায় অমিত শাহ জনজাতি ভোটারদের মন পেতে হাতিয়ার করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূকে। তিনি বলেন নরেন্দ্র মোদি একমাত্র ব্যক্তি যিনি একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন। পাশাপশি আইপিএফটি নেতা প্রয়াত এন সি দেববর্মার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জনজাতি মানুষদের জন্য যে যে উন্নয়ন মূলক কাজ মোদি সরকার করেছেন তার খতিয়ান দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

advertisement

আরও পড়ুন: হঠাৎ ঢুকে পড়লেন 'রাধা-গোবিন্দ' মিষ্টির দোকানে! তারপর...? ত্রিপুরায় জনসংযোগে মমতা! সঙ্গী অভিষেক

এদিন ফের ত্রিপুরায় দাড়িয়ে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির নির্মাণ প্রসঙ্গ তুলে আনেন শাহ। শান্তিরবাজারের মতোই খোয়াই থেকেও বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ করতে ছাড়েননি অমিত শাহ।

advertisement

উত্তরপূর্বের উন্নয়নের জন্য অমিত শাহ বাসিন্দাদের কাছে আবেদন করেন কমল চিহ্নে ভোট দেওয়ার জন্য। তিনি বলেন, আপনারা কমিউনিস্ট জমানা দেখেছেন। আমরা কথা দিচ্ছি পরিবর্তন আনব। উত্তরপূর্বে উন্নত রাজ্য হিসাবে আমরা গড়ে তুলব ত্রিপুরাকে। বিজেপি চার লাখ বাড়িতে জলের সংযোগ দেবে। সিপিএম জমানায় সেই সংখ্যাটি ছিল মাত্র ২৪০০০। আড়াই লাখ মানুষকে ঘর দেওয়া হবে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা ৭৩ থেকে বৃদ্ধি করে ১১৮ করা হবে বলেও তাঁর নির্বাচনী ভাষণে দাবি করেন অমিত শাহ।

advertisement

আরও পড়ুন: শিল্পের জন্য নেওয়া জমি ফেলে রাখা যাবে না! শিল্প সংস্থাগুলিকে নোটিশ দিচ্ছে নবান্ন

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন জানিয়েছেন, অনুপ্রবেশ, মাদক পাচার, রাস্তা অবরোধের জায়গায় ত্রিপুরায় পানীয় জল, শিল্প, নতুন রাস্তা, জৈব চাষের ব্যবস্থা করা হবে। বিজেপি এই রাজ্যে 'ক্যাডার রাজের' অবসান ঘটাবে বলেও দাবি জানান শাহ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah || Tripura Assembly Election: ত্রিপুরায় শাহী প্রচারে নিশানায় 'তিপ্রামোথা'! তুমুল তোপ বাম-কংগ্রেস জোটে! নামই নিলেন না তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল