এদিন রাজ্যসভার একটি আলোচনায় অংশগ্রহণ করাকালীন শাহ জানান, উপত্যকায় সন্ত্রাসবাদ অনেকটা নিয়ন্ত্রণে আনা গেলেও অনুপ্রবেশ এখনও একটা বড় সমস্যা৷ যদিও উরি বা পুলওয়ামার মতো যে কোনও আক্রমণের জরুরি জবাব দিতে সদা প্রস্তুত মোদি সরকার৷ জঙ্গি দমনের বিষয়ে পূর্বতন সরকারগুলি ‘দুর্বল নীতি’ প্রণয়ন করেছিল বলে এদিন আবারও কটাক্ষ করেন শাহ৷
advertisement
রাজ্যসভায় অমিত শাহ বলেন, ‘‘সারা বিশ্বে একমাত্র দু’টো দেশ, আমেরিকা এবং ইজরায়েল নিজের দেশের সীমান্ত নিয়ে কড়া অবস্থান নেয়৷ এবার ভারতও সেই তালিকায় শামিল হতে চলেছে৷’’
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ২০১৯ সালে ভারতীয় দণ্ডবিধিরক ৩৭০ ধারা বাতিল করার পরেই বর্তমানে কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে শান্তি পরিস্থিতি তৈরি হয়েছে৷ সেখানে G20 সম্মেলন হচ্ছে, সন্ধেবেলা সিনেমা হল খোলা থাকছে৷ ১০ বছর আগেও যেখানে জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের নায়কোচিত সম্মান দেওয়া হত, সেখানে এখন জঙ্গি অভিযোগ প্রমাণিত হলে তাঁদের আত্মীয়দের সমস্ত সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার জন্য৷
এদিন রাজ্যসভায় ২০২৬ এর ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ ধুয়েমুছে সাফ করে দেওয়ারও অঙ্গীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷