২০১৮-র ত্রিপুরা নির্বাচনে বামেদের হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি৷ মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব৷ সেই সময়, অর্থাৎ ২০১৮-র ত্রিপুরার রাজ্য নির্বাচানের প্রস্তুতি চলাকালীন দলের এক আভ্যন্তরীন বৈঠকের আলোচনাকে তুলে ধরে এই দাবি করেন বিপ্লব দেব৷ তিনি বলেন যে, একটি গেস্টহাউজে বলে দলের অবস্থান নিয়ে আলোচনা চলছিল৷ বিজেপি উত্তরপূর্ব বলয়ের সভাপতি অজয় জমবাল জানান যে, বিপেজি দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় এসেছে৷ এরই পরিপ্রক্ষিতে অমিত শাহ বলেন যে শ্রীলঙ্কা এবং নেপালেও ছড়িয়ে পড়বে দল এবং সেখানেও সরকার গঠন করবেন তাঁরা৷ এই আলোচনার কথা তুলে ধরে বিপ্লবের এই দাবি!
advertisement
তিনি নিশ্চিত যে, আসন্ন বাংলার নির্বাচনে, মমতা বন্দ্যোপাধ্যায়ে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে রাজ্যে সরকার গড়বে বিজেপি৷ অমিত শাহের নেতৃত্বে বিজেপি দল যেভাবে জাতীয় স্তর এবং দেশের মধ্যে নিজেদের ক্ষমতা বাড়িয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন বিপ্লব৷ বিজেপিকে বিশ্বের সর্ববৃহৎ দল বলে ঘোষণা করেছেন বিপ্লব৷
আরও পড়ুন ভ্যালেন্টাইনস ডের সেরা উপহার, স্বামীর কিডনিতে প্রাণ রক্ষা স্ত্রীর!
একই ভাবে কেরলে যেভাবে কংগ্রেস ও বামেদের মধ্যে ক্ষমতার লড়াই হয় এবং ৫ বছর অন্তর ক্ষমতায় ফেরে দুই দল, সেই হাওয়া বদলে দেবে বিজেপি৷ শুধু গো-বলয় বা উত্তর প্রান্ত নয়, দক্ষিণের রাজ্যগুলিতেও থাবা বসাবে বিজেপি, এমনই মত বিপ্লব দেবের৷
বিভ্রান্তকর মন্তব্য করে বেকায়দায় পড়েছেন বিপ্লব, পূর্বে এমন ঘটনা রয়েছে ভুরিভুরি৷ মহাভারতের সময় থেকে সোশ্যাল মিডিয়ার চল, এই মন্তব্য করে হাসির খোরাক হয়েছিলেন বিপ্লব৷ তবে তিনি নিজের জিভের উপর লাগাম টানেননি তিনি৷ নেপাল, শ্রীলঙ্কায় বিজেপির যাত্রা সম্ভবত তারই নতুন সংযোজন৷