এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ”সমগ্র বিশ্বের সামনে ভারতের সম্মান বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা কৃষকদের স্বনির্ভর করেছি। ওঁদের ঋণ মাফ করিনি, ওঁদের যাতে আর ঋণ নিতেই না হয়, সেই ব্যবস্থা করেছে আমাদের সরকার। বিরোধীরা এই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। কিন্তু এই সরকারের সঙ্গে আগের সরকারের তফাত কতটা, তা পরিসংখ্যানেই বুঝিয়ে দেওয়া যাবে।”
advertisement
আরও পড়ুন: সংসদে এবার ‘ফ্লাইং কিস’ বিতর্কে রাহুল, স্পিকারের দ্বারস্থ বিজেপির মহিলা সাংসদরা!
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোদি সরকারের কৃতিত্বের কথা বলতে গিয়ে বলেন, ”কৃষকদের ঋণ মুক্ত করা থেকে শুরু করে দরিদ্রদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া এমনকি, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখার কাজও করে এই সরকার। কমিশন ছাড়া আগের সরকার কিছু করেনি। এই সরকার সরাসরি জনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে।”
আরও পড়ুন: ৪ শিক্ষক গ্রেফতার, এবার ৭ শিক্ষক সিবিআই-এর সামনে! ফের জল্পনা
মনমোহন জমানার কথা তুলে ধরে নরেন্দ্র মোদি জমানার কথা কৃতিত্বের সঙ্গে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, মনমোহন সরকার যে পরিমাণ ধান-গম কিনত তার দ্বিগুণেরও বেশি ধান-গম কিনেছে এই নরেন্দ্র মোদি সরকার। আর আগের সরকার যে দাম দিয়ে ধান-গম কিনেছে, তার থেকে অনেক বেশি দাম দিয়ে কৃষকদের থেকে ধান এবং গম কিনেছে সরকার।