মুম্বইয়ে লালসার শিকার ২০ বছরের এক তরুণী। মুম্বাইয়ে ধর্ষণের অভিযোগে একজন অটো-রিকশা চালককে গ্রেফতার করা হয়েছে। মুম্বই পুলিশ জানিয়েছে, চালকটি বাসাই এলাকায় ২০ বছর বয়সী মহিলাকে ধর্ষণ করে নিজের অটোয় করে তরুণীকে মুম্বই নিয়ে আসে।
আরও পড়ুন: কবে পৃথিবী ধ্বংস হবে জানিয়ে দিলেন বিজ্ঞানীরা! বাঁচবে না কোনও প্রাণী, আর কী ঘটবে সেদিন?
advertisement
পরে, নির্যাতিতা তরুণীকে একটি মন্দিরের কাছে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে নজরে এলে তরুণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা স্তম্ভিত হয়ে যান। নির্যাতিতা তরুণীর গোপনাঙ্গে ঢোকানো রয়েছে সিজারিয়ান ব্লেড, পাথর।
আরও পড়ুন: রোজ কিছু না পরে খোলা শরীরে স্নান করেন? এতে আপনার কী ক্ষতি হতে পারে জানলে আর কখনও করবে না
মুম্বই পুলিশ জানিয়েছে, নিগ্রাহিতা তরুণীকে পাশবিক নির্যাতন করা হয়েছিল। নির্যাতনের পরে শরীরে সিজারিয়ান ব্লেড এবং পাথর ঢুকিয়ে দেওয়া হয়। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে, মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার (DCP) স্মিতা পাটিল জানিয়েছেন, চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে হেফাজতে নেওয়া হয়। মামলাটির আরও তদন্ত চলছে, কী কী ঘটেছে জানার চেষ্টা করছে পুলিশ।