প্রসঙ্গত, গত অক্টোবর মাসের শেষের দিকেই মণিপুরের বেশ কয়েকজন এমএলএ দিল্লি আসেন। সূত্রের খবর, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে দেখা করে তারাই দলের নেতৃত্ব বদলের প্রস্তাব দেন। এরপরেই কেন্দ্রীয় নেতৃত্ব নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বলেই খবর৷
advertisement
মণিপুরে ক্রমাগত চলতে থাকা অশান্তির মাঝেই গত ১৩ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এন বিরেন সিং৷ তারপর থেকেই মণিপুরে চলছে রাষ্ট্রপতি শাসন৷ প্রায় গত দু বছর ধরেই অশান্ত মণিপুর৷ তৈরি হয়েছে রাজনৈতিক অরাজনৈতিকতা৷ মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের পদত্যাগের পরে এতদিন কেটে গেলেও এখনও মুখ্যমন্ত্রীর পদে নতুন কোনও নাম দিতে ব্যর্থ বিজেপি৷ বিধায়ক এবং স্থানীয় নেতৃত্বদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেও কাটেনি জট৷ সরকার ২৫ জুলাই মণিপুরে রাষ্ট্রপতির শাসন আরও ছয় মাসের জন্য ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে।
