তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন, ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি ও ব্যক্তিগত যানবাহনে হামলা চালানো হয়েছে। শুক্রবার অগ্নিপথের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিক্ষোভের জেরে অনেক রাজ্যেই রেল স্টেশন এবং মহাসড়ক কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।
আরও পড়ুন- অগ্নিগর্ভ দেশ, বাতিল ট্রেন! অগ্নিপথের বিক্ষোভ সামলাতে কড়া আসানসোল রেল কর্তৃপক্ষ
advertisement
হিন্দিতে একটি ট্যুইটে রাহুল গান্ধি বলেন, “আমি আগেও বলেছিলাম যে প্রধানমন্ত্রীকে কালো কৃষি আইন প্রত্যাহার করতে হবে। সেই একইভাবে তাঁকে ‘ক্ষমাবীর’ হয়ে দেশের তরুণদের দাবি মেনে নিতে হবে এবং ‘অগ্নিপথ’ প্রকল্পকে প্রত্যাহার করতে হবে।”
মঙ্গলবার এই প্রকল্পের উন্মোচন করে সরকার জানায়, সাড়ে ১৭ বছর বয়স থেকে শুরু করে ২১ বছর বয়সী যুবকদের চার বছরের মেয়াদে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে এবং পরে ৭৫% কে বাদ দিয়ে কেবল ২৫ শতাংশ নিয়োগকারীদের নিয়মিত পরিষেবার জন্য রাখা হবে।
আরও পড়ুন- অগ্নিপথের বিক্ষোভে পুড়ে ছাই একাধিক ট্রেন, মোট কত টাকার ক্ষতি হল জানাল ভারতীয় রেল
সেনা, নৌ ও বিমান বাহিনীতে সৈন্যদের নিয়োগের এই নতুন মডেলের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে। তিনটি সেনা পরিষেবায় সৈনিক নিয়োগের জন্য নতুন প্রকল্পটিকে সরকার তরুণদের অংশগ্রহণ তথা ‘প্রোফাইল’ বাড়ানোর উদ্দেশ্যে প্রাচীন নির্বাচন প্রক্রিয়ার বড় পরিবর্তন হিসাবেই দেখছে।