Agnipath Protest: অগ্নিগর্ভ দেশ, বাতিল অজস্র ট্রেন! অগ্নিপথের বিক্ষোভ সামলাতে কড়া আসানসোল রেল কর্তৃপক্ষ
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Agnipath Train Disruption: আসানসোল রেলস্টেশনে যাতে সেরকম কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বাড়তি সুরক্ষা এবং নিরাপত্তা নেওয়া হয়েছে রেল পুলিশ ও আরপিএফের পক্ষ থেকে।
Agnipath Protest: অগ্নিপথ প্রকল্পে সেনা নিয়োগের নয়া নিয়ম বাতিলের জেরে বিক্ষোভে গোটা দেশ কার্যত অগ্নিগর্ভ। আসানসোল রেলস্টেশনে যাতে সেরকম কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বাড়তি সুরক্ষা এবং নিরাপত্তা নেওয়া হয়েছে রেল পুলিশ ও আরপিএফের পক্ষ থেকে। কড়া নজরদারি চালানো হচ্ছে রেলস্টেশনে। এর পাশাপাশি চলছে রেল পুলিশ ও আরপিএফের ঘনঘন টহল। সন্দেহজনক কোনও ব্যক্তিকে দেখলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে, রেলস্টেশনে লাগানো সিসিটিভিতে ২৪ ঘণ্টাই চোখ রয়েছে আরপিএফ এবং রেল পুলিশের। অগ্নিপথের জেরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সচেষ্ট রেল প্রশাসন। প্রচুর ট্রেন বাতিল হয়ে যাওয়ার কারণে চরম হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। ট্রেনে অগ্নি সংযোগ ও ভাঙচুরের ঘটনাতে আতঙ্কিত তাঁরা।
অন্যদিকে, অগ্নিপথ বিক্ষোভের জেরে মালদহে বাতিল হয়েছে ট্রেন মালদহে। দিল্লি ও পাটনাগামী ট্রেন বাতিল করা হয়েছে। ৬ ঘণ্টা মালদা টাউন স্টেশনে আটকে থাকার পর দিল্লিগামী ব্রহ্মপুত্র মেলকে মালদা টাউন স্টেশন পর্যন্ত যাত্রাপথ সংক্ষিপ্ত করার ঘোষণা করা হয়, অর্থাৎ মালদহ থেকে আর দিল্লি অবধি যাবে না ব্রহ্মপুত্র মেল। মালদা টাউন স্টেশন থেকে রওনা হওয়া দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস এবং পাটনা যাওয়ার পাটনা এক্সপ্রেস ট্রেন দু’টিও বাতিল ঘোষণা করা হয়েছে। পূর্ব মধ্য রেলের বিভিন্ন স্টেশনে চলা হামলার জেরে আসানসোল স্টেশনের উপর দিয়ে যাওয়া বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল হয়েছে জেনে নিন এখানে-
advertisement
advertisement
advertisement
কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্তও করা হয়েছে। যেমন,
- 03675 আসানসোল-ঝাঁঝা লোকাল জসিডিতে।
- 13553 আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস গোমোতে।
- 13503 বর্ধমান-হাতিয়া মেমু এক্সপ্রেস মুগমায়।
- 13546 গয়া-আসানসোল মেমু এক্সপ্রেস গোমোতে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 17, 2022 11:41 PM IST