অজিত পওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি লেখেন, ‘শ্রী অজিত পওয়ারজি জনগণের নেতা ছিলেন৷ তৃণমূল স্তর পর্যন্ত তাঁর যোগাযোগ ছিল৷ কঠোর পরিশ্রমী৷ মহারাষ্ট্রের মানুষের জন্য যাঁরা কাজ করেছেন, তাঁদের মধ্যে প্রথমসারির নেতা ছিলেন তিনি৷ প্রশাসনিক বিষয়ে তাঁর জ্ঞান এবং দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের প্রতি তাঁর আগ্রহও উল্লেখযোগ্য ছিল’।
advertisement
তাঁর হঠাৎ মৃত্যুকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে মোদি লেখেন, ‘তাঁর অকালমৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। তাঁর পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি’৷
অজিত পওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূও৷ লেখেন, ‘মহারাষ্ট্রের বারামতীতে একটি বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী, শ্রী অজিত পওয়ারের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। এমন অকালে অজিত পওয়ারের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি৷ উনি মহারাষ্ট্রের উন্নয়নে, বিশেষ করে সরকারি ক্ষেত্রে, বিশেষ অবদান রেখেছেন৷ ওঁর পরিবার এবং সমর্থকদের প্রতি সমবেদনা জানাই৷’
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী প্রধান অজিত পওয়ারের মৃত্যু
অজিত পওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও৷ এই দুর্ঘটনার খবর পেয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘অজিত পওয়ারের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং হতবাক৷ আজ সকালে বারামতীতে বিধ্বংসী বিমান দুর্ঘটনায় যেভাবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং তাঁর সহযাত্রীদের মৃত্যু হয়েছে, আমি তাতে ব্যক্তিগত ক্ষতি অনুভব করছি৷’
