Ajit Pawar Dies at Plane Crash: বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যু
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে বিমানের ধ্বংসাবশেষ এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে। জরুরি অবতরণের প্রচেষ্টার কারণ সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য অপেক্ষা করা হচ্ছে।
মুম্বই: মহারাষ্ট্রের বারামতীতে জনসভায় যোগ দিতে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় মৃত্যু হল এনসিপি প্রধান তথা মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের৷ মৃত্যুকালে অজিত পওয়ারের বয়স ছিল ৬৬ বছর৷ একাধিক রিপোর্ট বলছে, নির্বাচন উপলক্ষে বেশ কয়েকটি জনসভায় যোগ দিতে অজিত পওয়ারের পুণের বারামতী যাওয়ার কথা ছিল৷ ওই বিমানে করেই মুম্বই থেকে বারামতীর উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি৷ সূত্রের খবর, বারামতীতে অবতরণের সময় বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানচালক জরুরি অবতরণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি৷ বিমানবন্দরের বাইরেই ভেঙে পড়ে বিমানটি৷
পওয়ারের বিমানটি ছিল লিয়ারজেট ৪৫৷ যাতে ছয় থেকে আট জন বসতে পারেন৷ বিমানে অজিতের সঙ্গে আরও দু’জন পওয়ার ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন৷ একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং একজন অ্যাটেনড্যান্ট, তিনি এনসিপি কর্মী ছিলেন বলে জানা গিয়েছে৷ পাশাপাশি, বিমানে ছিলেন একজন PIC এবং FO দুই বিমানকর্মীও৷ ডিজিসিএ জানিয়েছে, দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে৷
বিমানটি সকাল ৮.১০ মিনিটের দিকে মুম্বই থেকে রওনা দেয়৷ সকাল ৯.১২ মিনিটে বিমান দুর্ঘটনার খবর এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়।
advertisement
advertisement
সূত্র জানায়, জেলা পরিষদ নির্বাচন সম্পর্কিত কর্মসূচির অংশ হিসাবে অজিত পওয়ারের বারামতীতে যাওয়ার কথা ছিল৷ এদিন পুণের বারামতী সংলগ্ন এলাকায় তাঁর বেশ কয়েকটি জন সমাবেশ করার কথা ছিল৷
advertisement
দুর্ঘটনার খবর প্রকাশের পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস তাঁর কোঙ্কন সমাবেশ বাতিল করেছেন বলে জানা গেছে। ঘটনার পরেই ফড়ণবীসকে ফোন করে খবরাখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ অজিত পওয়ারের পরিবারের সদস্যরাও বারামতী যাচ্ছেন বলে জানা গেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maharashtra
First Published :
Jan 28, 2026 9:55 AM IST











