এর মাঝেই আলোচনায় এসেছে এনসিপি-র দুই গোষ্ঠীর ফের একত্রিত হয়ে যাওয়ার কথা৷ এনসিপি-র অন্দর সূত্রের খবর, এনসিপি ‘মার্জার’ই নাকি ছিল অজিত পওয়ারের শেষ ইচ্ছে৷ গত ডিসেম্বর-জানুয়ারি ধরে শরদ পওয়ারের সঙ্গে দফায় দফায় তিনি বৈঠক করেছিলেন বলেও জানা গিয়েছে৷
আরও পড়ুন: নজরে ভবানীপুর! ‘ইচ্ছে করে বহু নাম বাদ দেওয়া হচ্ছে,’ বিএলএ-দের বিশেষ বৈঠকে নির্দেশ মমতার
advertisement
শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে এনসিপি নেতা ছাগন ভূজবল, সুনীল তৎকরে এবং ধনঞ্জয় মুণ্ডের সাক্ষাৎ-পর্বের পরে আরও জোড়াল হয়েছে সেই জল্পনা৷ প্রসঙ্গত, বর্তমানে মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়ণবীসের বিজেপি এবং একনাথ শিণ্ডের শিবসেনার সঙ্গে অজিত পওয়ারের এনসিপি গোষ্ঠীর সরকার চলছে৷ অন্যদিকে, কাকা শরদ পওয়ারের গোষ্ঠী রয়েছে কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের শিবসেনার সঙ্গে৷
মহারাষ্ট্রের রাজনৈতিক মহলের অন্দরে জল্পনা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকেই এনসিপি মার্জারের কথা ঘোষণা করা হতে পারে৷
