Meet at Bhawanipur on SIR: নজরে ভবানীপুর! ‘ইচ্ছে করে বহু নাম বাদ দেওয়া হচ্ছে,’ বিএলএ-দের বিশেষ বৈঠকে নির্দেশ মমতার
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এদিনের বৈঠকে মমতা বলেন, ‘‘লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানিতে যাদের ডাক হয়েছে আর চূড়ান্ত তালিকায় নাম বাদ যাবে, তাদের তালিকা আমার চাই। ৭৭ নম্বর ওয়ার্ডে ইচ্ছে করে বহু নাম বাদ দেওয়া হচ্ছে, ইচ্ছা করে।’’ সব দিনের রিপোর্ট ফিরহাদ হাকিম ও দেবাশিস কুমারকে দিতে বলা হয়েছে। ফিরহাদ হাকিম তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সতর্ক করা হয়েছে কাউন্সিলরদেরও।
কলকাতা: ভবানীপুরের সব বিএলএ ২ ও কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিলেন একগুচ্ছ নির্দেশ৷ এর আগে গত ১৬ ডিসেম্বর বৈঠক করেছিলেন বিএলএ-দের নিয়ে তৃণমূলনেত্রী৷ দলীয় সূত্রের খবর, এদিনের বৈঠক থেকে বিএলএ ২ ও কাউন্সিলরদের মমতা বলেন, ‘‘এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মনে রাখবেন দূরাচারের বিরুদ্ধে এই লড়াই। আপনারা দিন-রাত অনেক পরিশ্রম করছেন। আপনাদের আগামী কয়েকদিন লড়াই দিতে হবে। পরিশ্রম আরও বেশি করে করতে হবে। প্রতিদিন মানুষের দরজায় দরজায় পৌঁছে যান। আরও বেশি করে স্ক্রুটিনি করুন।’’ সূত্রের খবর, ৬৩ ও ৭২ এই দুই ওয়ার্ডে আরও বেশি করে জোর দিতে বলেছেন তিনি।
advertisement
এদিনের বৈঠকে মমতা বলেন, ‘‘লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানিতে যাদের ডাক হয়েছে আর চূড়ান্ত তালিকায় নাম বাদ যাবে, তাদের তালিকা আমার চাই। ৭৭ নম্বর ওয়ার্ডে ইচ্ছে করে বহু নাম বাদ দেওয়া হচ্ছে, ইচ্ছা করে।’’ সব দিনের রিপোর্ট ফিরহাদ হাকিম ও দেবাশিস কুমারকে দিতে বলা হয়েছে। ফিরহাদ হাকিম তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সতর্ক করা হয়েছে কাউন্সিলরদেরও।
advertisement
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ২৯৫। কিন্তু ডিজিটাইজড বা ভেরিফায়েড তালিকায় রয়েছে মাত্র ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ জনের নাম। অর্থাৎ, প্রায় ৪৪ হাজার ৭৮৬ জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, যা মোট ভোটারের প্রায় ২১.৭১ শতাংশ। বাদ পড়া নামের একটি বড় অংশে ভোটারদের ‘মৃত’ বলে উল্লেখ করেছিল নির্বাচন কমিশন।
advertisement
প্রসঙ্গত, কলকাতা পুরসভার ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২ ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা। তৃণমূল সূত্রে খবর, ৭০, ৭২ এবং ৭৭ নম্বর ওয়ার্ড থেকে বেশি সংখ্যায় ভোটার বাদ গিয়েছে। ৭৭ নম্বর ওয়ার্ডটি আবার সংখ্যালঘু অধ্যুষিত, তাই এই ওয়ার্ডটির স্ক্রুটিনিতে বিশেষ নজর দিতে বলা হয়েছিল।
Location :
West Bengal
First Published :
Jan 30, 2026 8:00 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Meet at Bhawanipur on SIR: নজরে ভবানীপুর! ‘ইচ্ছে করে বহু নাম বাদ দেওয়া হচ্ছে,’ বিএলএ-দের বিশেষ বৈঠকে নির্দেশ মমতার










