advertisement

Meet at Bhawanipur on SIR: নজরে ভবানীপুর! ‘ইচ্ছে করে বহু নাম বাদ দেওয়া হচ্ছে,’ বিএলএ-দের বিশেষ বৈঠকে নির্দেশ মমতার

Last Updated:

এদিনের বৈঠকে মমতা বলেন, ‘‘লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানিতে যাদের ডাক হয়েছে আর চূড়ান্ত তালিকায় নাম বাদ যাবে, তাদের তালিকা আমার চাই। ৭৭ নম্বর ওয়ার্ডে ইচ্ছে করে বহু নাম বাদ দেওয়া হচ্ছে, ইচ্ছা করে।’’ সব দিনের রিপোর্ট ফিরহাদ হাকিম ও দেবাশিস কুমারকে দিতে বলা হয়েছে। ফিরহাদ হাকিম তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সতর্ক করা হয়েছে কাউন্সিলরদেরও।

News18
News18
কলকাতা: ভবানীপুরের সব বিএলএ ২ ও কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিলেন একগুচ্ছ নির্দেশ৷ এর আগে গত ১৬ ডিসেম্বর বৈঠক করেছিলেন বিএলএ-দের নিয়ে তৃণমূলনেত্রী৷ দলীয় সূত্রের খবর, এদিনের বৈঠক থেকে বিএলএ ২ ও কাউন্সিলরদের মমতা বলেন, ‘‘এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মনে রাখবেন দূরাচারের বিরুদ্ধে এই লড়াই। আপনারা দিন-রাত অনেক পরিশ্রম করছেন। আপনাদের আগামী কয়েকদিন লড়াই দিতে হবে। পরিশ্রম আরও বেশি করে করতে হবে। প্রতিদিন মানুষের দরজায় দরজায় পৌঁছে যান। আরও বেশি করে স্ক্রুটিনি করুন।’’ সূত্রের খবর, ৬৩ ও ৭২ এই দুই ওয়ার্ডে আরও বেশি করে জোর দিতে বলেছেন তিনি।
advertisement
এদিনের বৈঠকে মমতা বলেন, ‘‘লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানিতে যাদের ডাক হয়েছে আর চূড়ান্ত তালিকায় নাম বাদ যাবে, তাদের তালিকা আমার চাই। ৭৭ নম্বর ওয়ার্ডে ইচ্ছে করে বহু নাম বাদ দেওয়া হচ্ছে, ইচ্ছা করে।’’ সব দিনের রিপোর্ট ফিরহাদ হাকিম ও দেবাশিস কুমারকে দিতে বলা হয়েছে। ফিরহাদ হাকিম তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সতর্ক করা হয়েছে কাউন্সিলরদেরও।
advertisement
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ২৯৫। কিন্তু ডিজিটাইজড বা ভেরিফায়েড তালিকায় রয়েছে মাত্র ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ জনের নাম। অর্থাৎ, প্রায় ৪৪ হাজার ৭৮৬ জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, যা মোট ভোটারের প্রায় ২১.৭১ শতাংশ। বাদ পড়া নামের একটি বড় অংশে ভোটারদের ‘মৃত’ বলে উল্লেখ করেছিল নির্বাচন কমিশন।
advertisement
প্রসঙ্গত, কলকাতা পুরসভার ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২ ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা। তৃণমূল সূত্রে খবর, ৭০, ৭২ এবং ৭৭ নম্বর ওয়ার্ড থেকে বেশি সংখ্যায় ভোটার বাদ গিয়েছে। ৭৭ নম্বর ওয়ার্ডটি আবার সংখ্যালঘু অধ্যুষিত, তাই এই ওয়ার্ডটির স্ক্রুটিনিতে বিশেষ নজর দিতে বলা হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Meet at Bhawanipur on SIR: নজরে ভবানীপুর! ‘ইচ্ছে করে বহু নাম বাদ দেওয়া হচ্ছে,’ বিএলএ-দের বিশেষ বৈঠকে নির্দেশ মমতার
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement