পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই সীমা বলবৎ থাকবে। এই নির্দেশিকার উদ্দেশ্য হল বাজারে মূল্য নির্ধারণের শৃঙ্খলা বজায় রাখা, দুর্দশাগ্রস্ত যাত্রীদের যেকোনও শোষণ রোধ করা এবং নিশ্চিত করা যে জরুরিভাবে ভ্রমণের প্রয়োজন এমন নাগরিকরা- যার মধ্যে বয়স্ক নাগরিক, শিক্ষার্থী এবং রোগীরাও রয়েছেন- এই সময়ের মধ্যে আর্থিক কষ্টের সম্মুখীন না হন।
advertisement
মাঝরাতে আনন্দ উদযাপন বদলে গেল বিভীষিকায়! সিলিন্ডার ফেটে ২৫ জনের মৃত্যু গোয়ার নাইটক্লাবে
কেন্দ্রীয় অসামরিক মন্ত্রক স্পষ্ট জানিয়ে দেয়, ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ভাড়া হবে সর্বাধিক ৭৫০০ টাকা। ৫০০ থেকে ১০০০ কিলোমিটার পর্যন্ত রুটে ১২ হাজার টাকা নেওয়া যাবে। তার বেশি নয়। আর ১৫০০ কিলোমিটার পর্যন্ত ১৫ হাজার টাকা। তবে এই ভাড়ার মধ্যে প্যাসেঞ্জার সার্ভিস ফি ও ট্যাক্স নেই। অর্থাৎ প্রকৃত ভাড়া এর থেকে বেশি হবে। তবে এই নিয়ন্ত্রণ ইকনমি ক্লাসের জন্য। বিজনেস ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
কত দূরত্ব বিমানে যাবেন? ৫০০ কিলোমিটারের মধ্যে ভাড়া বেঁধে দিল কেন্দ্র! আপনার কত পড়বে দেখে নিন
মন্ত্রণালয় রিয়েল-টাইম ডেটা এবং বিমান সংস্থা এবং অনলাইন ভ্রমণ প্ল্যাটফর্মগুলির সাথে সক্রিয় সমন্বয়ের মাধ্যমে ভাড়ার স্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। নির্ধারিত নিয়ম থেকে যেকোনো বিচ্যুতি বৃহত্তর জনস্বার্থে তাৎক্ষণিক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তিন ঘণ্টার মধ্যে সমস্ত বিমান সংস্থা ভাড়া কমিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাতেই প্রশ্ন উঠছে, তাহলে একই রুটে গত ৭২ ঘণ্টা ধরে যে যাত্রীরা ওই বিপুল মূল্যে বিমানের টিকিট কিনে গন্তব্যে যেতে বাধ্য হল, তারা কী অপরাধ করল? সরকার প্রথমদিনেই কেন ভাড়া নিয়ন্ত্রণ করল না?
