TRENDING:

Ahmedabad Plane Crash: ব্ল্যাক বক্স থেকে অবশেষে মিলল তথ্য! ভেঙে চুরমার হয়ে গিয়েছিল..আশা ছিল না, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার কারণ জানতে শেষমেশ সাফল্য

Last Updated:

সরকারের তরফে জানানো হয়েছে, ‘‘CVR ও FDR থেকে ডেটা বিশ্লেষণের কাজ চলছে৷ এখানে ঘটনাক্রম পর পর দেখা হচ্ছে৷ কী ভাবে ঘটনা ঘটেছিল তা জানতে পারলে তা এভিয়েশন সেফটি উন্নয়নে ব্যবহার করা হবে৷ ’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দুর্ঘটনায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় দুর্ঘনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বিমানের৷ ডেটা উদ্ধারের সম্ভাবনা ছিল ক্ষীণ৷ অবশেষে এল আশার খবর৷ দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বিমানের ব্ল্যাক বক্স থেকে প্রাথমিক ভাবে উদ্ধার করা গিয়েছে কিছু তথ্য৷ মেমরি মডিউলকে ক্ষতিগ্রস্ত ব্ল্যাক বক্স থেকে আলাদা করতে পারা গিয়েছে৷ তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে৷
News18
News18
advertisement

গত ২৪ জুন অসামরিক পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু জানিয়েছেন, গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল তার ব্ল্যাক বক্স এয়ারক্র্যাফ্ট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তদন্ত করে দেখছে৷ এটি বিদেশে পাঠানোর জল্পনাও নস্যাৎ করেছেন তিনি৷

প্লেনের ব্ল্যাক ব্সে থাকে একটি ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) এবং ককপিট ভয়েস রেকর্ডার (CVR)৷ জানা গিয়েছিলে, দুর্ঘটনায় ওই বিমানের ব্ল্যাকবক্সের এই ২টি অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাই সেখান থেকে কোনও ডেটা উদ্ধার করা সম্ভব কি না তা নিয়ে সন্দেহ ছিল৷

advertisement

আরও পড়ুন : সঙ্গে করে মহাকাশে নিয়ে গিয়েছেন এই ছোট্ট সাদা জিনিস…ভারতীয় ঐতিহ্য, এল শুভাংশুর বার্তা

যদিও জানা গিয়েছে, এয়ারক্র্যাফচ অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) ব্ল্যাক বক্স থেকে ক্র্যাশ প্রোটেকশন মডিউল বা CPM এবং মেমারি মডিউলকে আলাদা করতে পেরেছে৷

যে মেডিক্যাল কলেজের হস্টেলে বিমানটি ভেঙে পড়েছিল তার ছাদ থেকে উদ্ধার হয়েছে বক্স দুটি৷ সেই দুটি বক্সই নয়াদিল্লিতে থাকা AAIB-এর ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল৷ ২৪ জুন তার থেকে মেমরি মডিউল আলাদা করা গিয়েছে৷

advertisement

সরকারের তরফে জানানো হয়েছে, ‘‘CVR ও FDR থেকে ডেটা বিশ্লেষণের কাজ চলছে৷ এখানে ঘটনাক্রম পর পর দেখা হচ্ছে৷ কী ভাবে ঘটনা ঘটেছিল তা জানতে পারলে তা এভিয়েশন সেফটি উন্নয়নে ব্যবহার করা হবে৷ ’’

আরও পড়ুন: ট্রাম্পের টার্গেটে…এই ‘১০০% পাগল কমিউনিস্ট’! নিউ ইয়র্কের মেয়র হওয়ার পথে মীরা নায়ারের ছেলে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান৷ তাতে এক জন ছাড়া বিমানের সমস্ত ক্রু ও যাত্রীর মৃত্যু হয়েছিল৷ মৃত্যু হয়েছিল মোট ২৭৫ জনের৷

বাংলা খবর/ খবর/দেশ/
Ahmedabad Plane Crash: ব্ল্যাক বক্স থেকে অবশেষে মিলল তথ্য! ভেঙে চুরমার হয়ে গিয়েছিল..আশা ছিল না, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার কারণ জানতে শেষমেশ সাফল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল