তবে, এদিন তাঁর গাড়িতে গুলি লাগার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন আসাদউদ্দিন ওয়েইসি। সংবাদসংস্থা এএনআই-র কাছে দাবি করেছেন, মেরঠের কাছে কিঠৌরে জনসভা সেরে দিল্লি ফিরছিলেন তিনি। সেই সময় ছায়ারসি টোল প্লাজার কাছে দু'জন তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। মোট ৩ রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। তাতে মিম প্রধানের গাড়ির চাকা পাংচার হয়ে যায় বলে দাবি করেছেন তিনি। ঘটনার কিছুক্ষণ পরে অবশ্য অন্য গাড়িতে ঘটনাস্থল থেকে বেরিয়ে যান তিনি।
আরও পড়ুন: "একটা ধনীদের ভারত, একটা গরীবদের" লোকসভায় বিজেপিকে আক্রমণ করে তোপের মুখে রাহুল গান্ধি
প্রসঙ্গত, কয়েকদিন পরই হাইভোল্টেজ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন হবে এবার। যা শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। চলবে ৭ মার্চ পর্যন্ত। ফলপ্রকাশ ১০ মার্চ। সেই জন্যই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় ভোট প্রচার চালাচ্ছেন ওয়েইসিও। এদিন সেই ভোট প্রচার সেরে ফেরার পথেই তাঁর গাড়িতে গুলি চলে অভিযোগ।
আরও পড়ুন: "পুরনো জিনিস নতুন মোড়কে"! রাহুলের সঙ্গে তুলনা করে অখিলেশ-জয়ন্তর জোটকে কটাক্ষ যোগীর
উত্তরপ্রদেশ বিধানসভায় মোট আসন ৪০৩টি। এর আগে ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ৩১২টি আসনে জয়লাভ করেছিল। সেই বার জোট বেঁধে ভোটে গিয়েছিল সমাজবাদী পার্টি ও কংগ্রেস। কিন্তু বিজেপির বিপুল জয়লাভে উড়ে যায় সেই জোট।