গুলফাম (২৩) এবং তার বোন সিমরান তাজকে (২০) তাদের বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায়। বোনেদের পরিবারের দাবি, এ দিন সকালে জল গরম করে স্নান করতে বাথরুমে গিয়েছিল দুইজনই। বহুক্ষণ কেটে গেলেও তারা না বেরোলে চিন্তিত হয়ে দরজায় ধাক্কা দেওয়া হয়।
আরও পড়ুন: রাতে উঠবেন, সকালে ভুটান! এবার ট্রেনেই বিদেশ-ভ্রমণের সুবিধা দিচ্ছে ভারতীয় রেল, বিশদে জানুন
advertisement
তরুণীদের বাবা পরে দরজা ভেঙে ফেলেন। বাবা আলতাফ দরজা ভেঙে তাদের লুটিয়ে পড়ে থাকতে দেখেন এবং তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান, যেখানে তাদের মৃত ঘোষণা করা হয়। এলপিজি লিক করে গোটা বাথরুমে গ্যাস ভরে যায়। দমবন্ধ হয়েই মৃত্যু হয় দুই বোনের। গিজারে আগুন ধরেনি।
বেঙ্গালুরুর কেআর পুরম এলাকায় আরেকটি পৃথক ঘটনায়, একটি এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বিস্ফোরণের ফলে ত্রিবেণী নগরে একটি ভবন ধসে পড়ে এবং আশেপাশের বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ তদন্ত অব্যাহত রেখেছে।
