১০ বছর বয়সি তৃষা বিজওয়ে নামের এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে গত ৮ জুন, মানালির একটি জনপ্রিয় জিপলাইন পর্যটন কেন্দ্রে। নাগপুরের বাসিন্দা প্রফুল্ল বিজওয়ে তাঁর স্ত্রী কন্যাকে নিয়ে সেখানে গিয়েছিলেন ছুটি কাটাতে। জিপলাইনে চড়ার সময় আচমকা তার ছিঁড়ে গেলে মাঝ আকাশে ঝুলে থাকা অবস্থাতেই খাদে পড়ে যায় তৃষা।
advertisement
জানা গিয়েছে, ভয়ঙ্কর এই দুর্ঘটনার ফলে তৃষা নামক ওই নাবালিকার একাধিক জায়গায় হাড় ভেঙে গিয়েছে। পরিবারের অভিযোগ, ঘটনাস্থলে কোনও পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না এবং দুর্ঘটনার পরপরই তারা কোনওরকম সাহায্য পাননি। প্রথমে মানালির একটি হাসপাতালে তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসা করা হয় তাকে। এখনও সে হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন: পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখলেই মহিলারা দেন কড়কড়ে ৬০০ টাকা, কাদের? কেন? ভাইরাল ‘ম্যান-মামস’
পরিবারের অভিযোগ, ‘ওই জিপলাইন সাইটে নিরাপত্তা বলতে কিছুই ছিল না। স্টাফদেরও তেমন প্রশিক্ষণ ছিল না। হারনেস ছিঁড়ে যাওয়ার মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েছে। জিপলাইন যে সংস্থা চালাচ্ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অ্যাডভেঞ্চার ট্যুরিজমে নিরাপত্তার বিষয়টি নিয়ে সরকার আরও কঠোর হোক।’