স্থানীয় সূত্রে খবর, গাড়িটিতে মোট ৬ জন ছিলেন, দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চার যুবক ও দুই তরুণী ছিল। ওই ৬ জনই বেড়াতে এসেছিল বলে খবর। দুর্ঘটনার পরই পুলিশ, ফায়ার সার্ভিস ও এসডিআরএফ-কে উদ্ধার কাজে লাগানো হয়।
আরও পড়ুন: কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা! শহিদ জওয়ান, ভোটের মাঝেই ভয়ঙ্কর ঘটনা
advertisement
ওই ৬ জনই রাজপুর রোডে অবস্থিত একটি কলেজে পড়াশোনা করেন বলে জানা গিয়েছে। তাঁরা সকলেই বন্ধু ছিলেন। শনিবার সকালে মুসৌরি থেকে দেরাদুনে ফেরার সময় চুনাখালের কাছে এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত এক যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা প্রথমে ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয় লোকজনই বিষয়টি পুলিশ ও এসডিআরএফকে জানায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। অনেক চেষ্টার পর গাড়িটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকারী দল যখন খাদে পৌঁছয়, ততক্ষণে গাড়িতে থাকা চার যুবকের মৃত্যু হয়েছে। দুই যুবতীর মধ্যে একজন কিছুক্ষণের মধ্যেই মারা যায়। দ্বিতীয় যুবতীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।