সোমবার ভোর ৪:৩০ মিনিট নাগাদ মধ্যপ্রদেশের জবলপুর জেলার পাহারাওয়া এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে, এরপর সেটি দ্রুতগতির একটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ৬ জন তীর্থযাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ২ জন গুরুতর আহত হন।
আরও পড়ুন: ভয়ঙ্কর পরিস্থিতি! খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস, মৃত ১, আহত অন্তত ১৬ জন
advertisement
কীভাবে ঘটল দুর্ঘটনা? প্রাপ্ত তথ্য অনুযায়ী, তীর্থযাত্রীদের বহনকারী একটি গাড়ি প্রয়াগরাজ থেকে জবলপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে সেটি সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং সামনে থেকে আসা রং সাইডের একটি দ্রুতগামী বাসের সঙ্গে সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
আরও পড়ুন: বেঙ্গালুরুতে মর্মান্তিক ঘটনা! ১১ বছরের শিশুকে নির্মমভাবে প্রহার, ভিডিও ভাইরাল
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন এবং আহতদের উদ্ধারের চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে সিহোরা হাসপাতালে পাঠায়। তবে অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের জবলপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। মৃতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।
পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এই মর্মান্তিক দুর্ঘটনায় তীর্থযাত্রীদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।