TRENDING:

মারাত্মক দুর্ঘটনা মণিপুরে, স্কুল বাসের দুর্ঘটনায় বহু স্কুল পড়ুয়ার মৃত্যুর শঙ্কা, চলছে উদ্ধারকাজ

Last Updated:

দুর্ঘটনাটি ঘটে লোংসাই তুবুং গ্রামে৷ সেখানেই ১০ পড়ুয়ার মৃত্যুর খবর এসেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মণিপুর: মণিপুরের নোনে জেলায় ঘটে যাওয়া এক মারাত্মক দুর্ঘটনায় বহু পড়ুয়ার মৃত্যুর খবর মিলেছে৷ থামবালনু হাইস্কুলের একটি পড়ুয়া বোঝাই বাস এ দিন দুর্ঘটনায় মুখে পড়ে৷ খৌপুমে একটি স্টাডি ট্যুরে যাচ্ছিল এই পড়ুয়াদের দলটি৷ সেই সময়ে এই দুর্ঘটনাটি ঘটে লোংসাই তুবুং গ্রামে৷ সেখানেই ১৫ পড়ুয়ার মৃত্যুর খবর এসেছে৷
advertisement

এই ঘটনাটি ঘটেছে বুধবার সকালে৷ বাসটি আসছিল বিষ্ণুপুর থেকে খৌপমের দিকে৷ যে রাস্তাটি ছিল তনজেই মারিল রোড বা ওল্ড কেচার রোড নামে পরিচিত, সেখানেই দুর্ঘটনা ঘটে৷ মণিপুরের ননে জেলার জৌজাংটেক গ্রামের কাছে ঘটে যাওয়া এই ঘটনায় প্রাথমিক ভাবে উদ্ধার করতে এগিয়ে আসেন সাধারণ মানুষেরা৷

আরও পড়ুন: করোনা বিধি না মানলে বন্ধ ভারত জোড়ো যাত্রা! রাহুল গান্ধিকে চিঠি স্বাস্থ্য় মন্ত্রী মাণ্ডব্য়র

advertisement

আরও পড়ুন: দিল্লিতে গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করলেন শুভেন্দু-সুকান্ত, আবাস যোজনার ১৭ দফা গাইডলাইন আজ প্রকাশ্যে আনবেন শুভেন্দু

ভিডিওতে দেখা গিয়েছে, কী ভাবে উল্টে পড়ে আছে বাসটি৷ কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে পুরো বাসটিই৷ প্রাথমিক উদ্ধার কাজের পর বলা হয়েছে, সেখানে আপাতত ১০ জনের মৃত্যুর খবর এসেছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সূত্রের খবর, দু’টি বাস এই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি স্টাডি ট্যুরে৷ সেই স্টাডি ট্যুর ছিল খৌপম ভ্যালিতে৷ এরা সকলেই থামবালনু হায়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়া৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ চলে যাওয়ার জন্যই বাসটি উল্টে পড়ে রাস্তার উপর৷

বাংলা খবর/ খবর/দেশ/
মারাত্মক দুর্ঘটনা মণিপুরে, স্কুল বাসের দুর্ঘটনায় বহু স্কুল পড়ুয়ার মৃত্যুর শঙ্কা, চলছে উদ্ধারকাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল