এই ঘটনাটি ঘটেছে বুধবার সকালে৷ বাসটি আসছিল বিষ্ণুপুর থেকে খৌপমের দিকে৷ যে রাস্তাটি ছিল তনজেই মারিল রোড বা ওল্ড কেচার রোড নামে পরিচিত, সেখানেই দুর্ঘটনা ঘটে৷ মণিপুরের ননে জেলার জৌজাংটেক গ্রামের কাছে ঘটে যাওয়া এই ঘটনায় প্রাথমিক ভাবে উদ্ধার করতে এগিয়ে আসেন সাধারণ মানুষেরা৷
আরও পড়ুন: করোনা বিধি না মানলে বন্ধ ভারত জোড়ো যাত্রা! রাহুল গান্ধিকে চিঠি স্বাস্থ্য় মন্ত্রী মাণ্ডব্য়র
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে, কী ভাবে উল্টে পড়ে আছে বাসটি৷ কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে পুরো বাসটিই৷ প্রাথমিক উদ্ধার কাজের পর বলা হয়েছে, সেখানে আপাতত ১০ জনের মৃত্যুর খবর এসেছে৷
সূত্রের খবর, দু’টি বাস এই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি স্টাডি ট্যুরে৷ সেই স্টাডি ট্যুর ছিল খৌপম ভ্যালিতে৷ এরা সকলেই থামবালনু হায়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়া৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ চলে যাওয়ার জন্যই বাসটি উল্টে পড়ে রাস্তার উপর৷