ক্ষুব্ধ সাংসদ টুইটে সরাসরি চ্যালেঞ্জ করেছেন ত্রিপুরার বিপ্লব দেব প্রশাসনকে। অন্যদিকে আজ ত্রিপুরার ঘটনা নিয়ে দিনভর সরব হতে চলেছে তৃণমূল। আজ সুপ্রিম কোর্টে অভিযোগ জানাতে চায় তৃণমূল। এর পাশাপাশি সকাল সাড়ে দশটা থেকে ত্রিপুরার ঘটনার প্রতিবাদে ধর্না অবস্থানে বসছে বাংলার শাসক দল। ত্রিপুরায় একের পর এক হামলার মুখে তৃণমূল। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর আক্রমণের পর নিশানায় ছিলেন তৃণমূলের যুব নেতা-নেত্রীরা।
advertisement
আরও পড়ুন: ভারতী ঘোষকে বড় দায়িত্ব দিল BJP! প্রাক্তন IPS-কে ঘিরে গেরুয়া শিবিরে জারি গুঞ্জন
ঘটনায় প্রশাসনের নিস্ক্রিয়তা নিয়ে সরব হয়েছিল জোড়াফুল শিবির। এই পরিস্থিতিতে ত্রিপুরায় আহত নেতা কর্মীদের মনোবল বাড়াতে তিনি নিজেই আসছেন। রবিবার রাতেই তার আসার কথা ছিল ত্রিপুরায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অভিষেক শিবির সূত্রে জানা যায় সোমবার সকালে তিনি আসছেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে ত্রিপুরা আসা যাওয়া করছেন অভিষেক নিজেই।
আরও পড়ুন: তৃণমূলের পাশে CPIM, আগরতলার উত্তাপে 'অন্য' সমীকরণ! চাপ বাড়ছে BJP-র?
তৃণমূল নেতা সুবল ভৌমিকের বক্তব্য, 'BJPর হিংস্র গুন্ডাদের হাতে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে উনি ত্রিপুরায় আসছেন। শেষ রক্তবিন্দু দিয়ে এই লড়াই চালিয়ে যাব। এটাই আমাদের অঙ্গীকার। বিপ্লব দেবের ক্ষমতা থাকলে আটকান।' প্রসঙ্গত, রবিবার দিনভর আক্রান্ত হন তৃণমূল কর্মীরা। প্রচারে যাওয়ার পথে যুব তৃণমূল নেতাদের উপর হামলার ঘটনা ঘটে। আর তাতেই আলোড়ন পড়ে। কুণাল ঘোষেদের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ।তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় সরাসরি বিপ্লব দেব প্রশাসনের উপর ক্ষোভ উগরে বলেন, জঙ্গলরাজ চলছে ত্রিপুরায়। এরপরই দিনভর বিক্ষোভ সমাবেশে সামিল হন নেতারা। যদিও গতকাল বিকেলেই গ্রেফতার করা হয় সায়নীকে।