ঘটনাটি ঘটে আহমেদাবাদে৷ তিনি বেশ রাতের দিকেই জ়োম্যাটো থেকে একটা কফি অর্ডার করেন৷ বৃষ্টিপাতের কারণে বেশ কিছুক্ষণ দেরিও হচ্ছিল৷
আরও পড়ুন: রক্ষকই যখন ভক্ষক, থানায় নাতি ও বৃদ্ধাকে ব্যাপক মারধরের অভিযোগ, ভাইরাল সিসিটিভি ফুটেজ
সেই সময় আহমেদাবাদে মুষল ধারায় বৃষ্টিপাত হচ্ছিল৷ ফলে বেশিরভাগ ক্যাফেই বন্ধ ছিল৷ প্রায় ১৫ থেকে ২০ মিনিট দেরিতে এসেছিল ডেলিভারি বয়টি৷
advertisement
কিন্তু ডেলিভারি ব্যক্তিটি পৌঁছে, মহিলাটির সঙ্গে নানারকম অশালীন কথা বলতে শুরু করে৷ মহিলাটি যৌন হেনস্থারও শিকার হন৷
এই দুঃস্বপ্নের মতো ঘটনাটির কথা তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, ‘‘ডেলিভারি বয়টি বারবার বলছিলেন আমার আসতে দেরি হয়ে গিয়েছে৷ তারপর খুব খারাপ ভাবে আমার দিকে তাকিয়ে হাসছিল৷ আমার খুব অস্বস্তি হচ্ছিল৷ তারপর উনি আমাকে নানাভাবে যৌন হেনস্তা করেন৷’’
ঘটনাটি এখানেই শেষ হয়নি৷ তিনি আবার মহিলাটিকে রাতে ফোনও করেছিলেন৷ তিনি পরে অ্যাপের হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানান৷
এই ঘটনায় তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন৷ জোম্যাটো এই ডেলিভারি পার্টনারকে বরখাস্ত করেছেন৷ তাঁর লাইসেন্সও বাতিল করা হয়েছে৷