সূত্রের খবর, ওই পায়রার পায়ে বাঁধা চিঠিতে লেখা ছিল, ‘‘জম্মু স্টেশনে আইডি বিস্ফোরণ।’’ আরএস পুরার খাটমারিয়ান এলাকা থেকে পায়রাটি ধরা পড়ে বিএসএফ জওয়ানদের হাতে। তত্ক্ষনাত্ জম্মু কাশ্মীরের পুলিশকে হুমকি বার্তা সম্পর্কে জানায় বিএসএফ বাহিনী। এরপরেই রেল স্টেশনে বিশেষ সতর্কতা জারি করা হয় বলেই সূত্র মারফত জানা গিয়েছে।
advertisement
পায়রার পায়ে বাঁধা হুমকি বার্তার ঘটনা এই প্রথম নয়। ৩ দিন আগে গত ১৮ অগাস্ট সীমান্ত এলাকায় একটি সন্দেহজনক পায়রাকে বন্দি করে বিএসএফ জওয়ানরা। ফরওয়ার্ড ডিফেন্স পোস্ট ৬৯-এর কাছেই ওই পায়রাটি ধরা পড়ে। সেই পায়রার পায়েও বাঁধা ছিল চিরকূট। সূত্রের খবর, সেই চিরকূটে উর্দূ এবং ইংরেজি দুই ভাষাতেই লেখা ছিল, ‘‘কাশ্মীর আমাদে, সময় এসে গিয়েছে, এবার এসে যাবে’’ এবং জম্মু স্টেশনে আইডি বিস্ফোরণ। কোথা থেকে উড়ে এলেথে হুমকি চিঠি বাঁধা পায়রা। খতিয়ে দেছে বিএসএফ।