TRENDING:

Blast Threat: পায়রার পায়ে বাঁধা ছোট্ট কাগজ, তাতে লেখা...জম্মু-কাশীরে বিস্ফোরণের হুমকি! ভারত-পাকিস্তান সীমান্তে ফের আতঙ্ক

Last Updated:

Blast Threat:ভারত-পাকিস্তান সীমান্ত লাগোয়ে জম্মুর একটি রেল স্টেশনে ধরা পড়ে পায়ে চিঠি পায়ে বাঁধা একটি পায়রা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্রীনগর: পায়রার পায়ে বাঁধা হুমকি চিঠি! ভারত-পাকিস্তান সীমান্ত লাগোয়ে জম্মুর একটি রেল স্টেশনে ধরা পড়ে পায়ে চিঠি পায়ে বাঁধা একটি পায়রা। চিঠিতে জম্মু স্টেশনে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। রেলস্টেশনে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।
News18
News18
advertisement

সূত্রের খবর, ওই পায়রার পায়ে বাঁধা চিঠিতে লেখা ছিল, ‘‘জম্মু স্টেশনে আইডি বিস্ফোরণ।’’ আরএস পুরার খাটমারিয়ান এলাকা থেকে পায়রাটি ধরা পড়ে বিএসএফ জওয়ানদের হাতে। তত্‍ক্ষনাত্‍ জম্মু কাশ্মীরের পুলিশকে হুমকি বার্তা সম্পর্কে জানায় বিএসএফ বাহিনী। এরপরেই রেল স্টেশনে বিশেষ সতর্কতা জারি করা হয় বলেই সূত্র মারফত জানা গিয়েছে।

আরও পড়ুন: পার্লার ভুলে যাবেন! ব্রণ থেকে খুশকি, ত্বক-চুলের ‘একশ সমস‍্যার’ ম‍্যাজিকের মতো সমাধান! বাড়ির এই ১ জিনিসেই পাবেন তুলতুলে ত্বক

advertisement

আরও পড়ুন: ATM-এ টাকা তোলার পর ২ বার Cancel বাটন চাপলে কী হয় জানেন? এতে কি সত‍্যিই আটকানো যায় পিন চুরি? ৯৯% লোকজনই ভুল জানেন

পায়রার পায়ে বাঁধা হুমকি বার্তার ঘটনা এই প্রথম নয়। ৩ দিন আগে গত ১৮ অগাস্ট সীমান্ত এলাকায় একটি সন্দেহজনক পায়রাকে বন্দি করে বিএসএফ জওয়ানরা। ফরওয়ার্ড ডিফেন্স পোস্ট ৬৯-এর কাছেই ওই পায়রাটি ধরা পড়ে। সেই পায়রার পায়েও বাঁধা ছিল চিরকূট। সূত্রের খবর, সেই চিরকূটে উর্দূ এবং ইংরেজি দুই ভাষাতেই লেখা ছিল, ‘‘কাশ্মীর আমাদে, সময় এসে গিয়েছে, এবার এসে যাবে’’ এবং জম্মু স্টেশনে আইডি বিস্ফোরণ। কোথা থেকে উড়ে এলেথে হুমকি চিঠি বাঁধা পায়রা। খতিয়ে দেছে বিএসএফ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Blast Threat: পায়রার পায়ে বাঁধা ছোট্ট কাগজ, তাতে লেখা...জম্মু-কাশীরে বিস্ফোরণের হুমকি! ভারত-পাকিস্তান সীমান্তে ফের আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল