TRENDING:

Andhra Assault Incident: ৮ বছরের নাবালিকাকে গণধর্ষণ করে খুন...তারপর ছুঁড়ে ফেলা হল ক্যানালে, ফের বীভৎস ঘটনা এল প্রকাশ্যে

Last Updated:

মেয়ে ঠিক সময়ে বাড়ি না ফেরায় নির্যাতিতার বাবা গত রবিবারই থানায় তার নামে মিসিং ডায়েরি করেছিলেন থানায়৷ পরে পুলিশ তদন্তে নেমে ওই তিন নাবালকের খোঁজ পায়৷ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই এক অভিযুক্ত স্বীকার করে অপরাধের কথা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অন্ধ্রপ্রদেশ: মাত্র ৮ বছর বয়স৷ ক্লাস থ্রিয়ের ছাত্রী৷ তাকে ধর্ষণ করে, খুন করে দেহ ক্যানালে ছুঁড়ে ফেলে দিল তারই স্কুলের তিন সহপাঠী দাদা৷ অভিযুক্তরাও সকলেই নাবালক৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নানদিয়ালে৷ গত রবিবার থেকে ওই ছাত্রী নিখোঁজ থাকলেও, ঘটনা সামনে এসেছে আজ, বুধবার৷
advertisement

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত তিন ছাত্রেরই বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে৷ তারা নির্যাতিত নাবালিকার স্কুলেই পড়ে৷ অভিযোগ, ওই তিন ছাত্র ভুলিয়ে ভালিয়ে নতুন খেলার মাঠ দেখামোর নাম করে একটা শুনশান জায়গায় নিয়ে যায় ওই নাবালিকা ছাত্রীকে৷

সেখানেই তারা তিনজনেই ওই ৮ বছরের নাবালিকার উপরে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ৷ তারপর তাকে খুন করে, দেহ পাশের ক্যানালে ছুঁড়ে ফেলে দেয়৷

advertisement

আরও পড়ুন: সার্ভার থেকে গায়েব হয়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ ডেটা! OMR কাণ্ডে ফের তল্লাশি…তৎপর সিবিআই

মেয়ে ঠিক সময়ে বাড়ি না ফেরায় নির্যাতিতার বাবা গত রবিবারই থানায় তার নামে মিসিং ডায়েরি করেছিলেন৷ পরে পুলিশ তদন্তে নেমে ওই তিন নাবালকের খোঁজ পায়৷ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই এক অভিযুক্ত স্বীকার করে নেয় অপরাধের কথা৷

advertisement

আরও পড়ুন: কেন্দ্রীয় অনুমোদন মিলেছে…কিন্তু তা-ও তৈরি হয়নি ৫৫ লক্ষ বাড়ি! রিপোর্ট পেয়েই নড়েচড়ে বসল নবান্ন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মেয়েটির দেহ এখনও উদ্ধার করা যায়নি বলে সূত্রের খবর৷ অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার স্থানীয়রা৷

বাংলা খবর/ খবর/দেশ/
Andhra Assault Incident: ৮ বছরের নাবালিকাকে গণধর্ষণ করে খুন...তারপর ছুঁড়ে ফেলা হল ক্যানালে, ফের বীভৎস ঘটনা এল প্রকাশ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল