পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত তিন ছাত্রেরই বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে৷ তারা নির্যাতিত নাবালিকার স্কুলেই পড়ে৷ অভিযোগ, ওই তিন ছাত্র ভুলিয়ে ভালিয়ে নতুন খেলার মাঠ দেখামোর নাম করে একটা শুনশান জায়গায় নিয়ে যায় ওই নাবালিকা ছাত্রীকে৷
সেখানেই তারা তিনজনেই ওই ৮ বছরের নাবালিকার উপরে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ৷ তারপর তাকে খুন করে, দেহ পাশের ক্যানালে ছুঁড়ে ফেলে দেয়৷
advertisement
আরও পড়ুন: সার্ভার থেকে গায়েব হয়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ ডেটা! OMR কাণ্ডে ফের তল্লাশি…তৎপর সিবিআই
মেয়ে ঠিক সময়ে বাড়ি না ফেরায় নির্যাতিতার বাবা গত রবিবারই থানায় তার নামে মিসিং ডায়েরি করেছিলেন৷ পরে পুলিশ তদন্তে নেমে ওই তিন নাবালকের খোঁজ পায়৷ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই এক অভিযুক্ত স্বীকার করে নেয় অপরাধের কথা৷
মেয়েটির দেহ এখনও উদ্ধার করা যায়নি বলে সূত্রের খবর৷ অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার স্থানীয়রা৷