আরও পড়ুন- এনসিপি, কংগ্রেসের সঙ্গে জোট ভাঙতে প্রস্তুত শিবসেনা? বড় ঘোষণা সঞ্জয় রাউতের!
গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলের ঘরের জন্য সাত দিনে ৫৬ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, জানিয়েছে হোটেলের এক সূত্র এবং স্থানীয় রাজনীতিবিদরা। এর সঙ্গে যোগ হচ্ছে প্রতিদিনের খাবার এবং অন্যান্য পরিষেবা যার আনুমানিক খরচ দৈনিক ৮ লক্ষ। এর মধ্যে জুড়বে চার্টার্ড বিমান সহ অন্যান্য পরিবহন ব্যবস্থার খরচা।
advertisement
একনাথ শিন্ডে নির্দল সহ প্রায় ৪০ জন বিধায়কের সঙ্গে গুয়াহাটিতে রয়েছেন। শিবসেনাকে কংগ্রেস এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপির সঙ্গে জোট ভাঙার দাবি জানিয়ে শিন্ডে জানান, শিবসেনা নেতারাই জোট শাসনের গত আড়াই বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। বিদ্রোহীরা জানিয়েছেন, নতুন সরকার গঠনের জন্য শিবসেনার ‘প্রকৃত মিত্র’ বিজেপির সঙ্গে জোট করা উচিত। বিধায়করা এক সপ্তাহের জন্য গুয়াহাটিতে হোটেল বুক করে ইঙ্গিত দিয়েছেন যে তাঁরা দীর্ঘ পথ চলার জন্য প্রস্তুত।
আরও পড়ুন- গাড়ি অনেকটা এগিয়ে গেছে: উদ্ধবের সঙ্গে সমঝোতার দরজা বন্ধ জানালেন বিদ্রোহী শিন্ডে!
অন্যদিকে, শিবসেনার প্রধান মুখপাত্র সঞ্জয় রাউত এদিন বলেন, “আমরা মহারাষ্ট্রের এমভিএ (মহা বিকাশ আঘাদি) সরকার থেকে বেরিয়ে যেতে প্রস্তুত, তবে দলের বিদ্রোহীদের ২৪ ঘণ্টার মধ্যে মুম্বইতে ফিরে আসতে হবে।”