TRENDING:

Maharashtra Crisis: বিদ্রোহী বিধায়কদের জন্য পাঁচতারায় ঘর ও অন্য পরিষেবা! সব মিলিয়ে একদিনে খরচ কত?

Last Updated:

Guwahati Radisson Blue hotel Cost: গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলের ঘরের জন্য সাত দিনে ৫৬ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, জানিয়েছে হোটেলের এক সূত্র এবং স্থানীয় রাজনীতিবিদরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: গুয়াহাটির একটি পাঁচতারা হোটেলে মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা বিধায়কদের নিয়ে উঠেছেন বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে! আর তার পর থেকেই মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার চরম এক রাজনৈতিক সংকটে পড়েছে। শিবসেনা বর্তমানে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং কংগ্রেসের সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাদি জোট সরকারের নেতৃত্ব দিচ্ছে। উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেওয়া একনাথ শিন্ডে স্পষ্ট জানিয়েছেন, তিনি চান শিবসেনা এনসিপি এবং কংগ্রেসকে ছেড়ে দিয়ে বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার চালাক। এক বিশেষ সূত্রের খবর, সাত দিনের জন্য গুয়াহাটির ওই হোটেলের ৭০ টি রুম বুক করা হয়েছে। একনাথ শিন্ডের নেতৃত্বে বিধায়করা প্রথমে বিজেপি শাসিত গুজরাটের সুরাটের একটি হোটেলে ছিলেন। বুধবার তাঁরা বিজেপি শাসিত আরেকটি রাজ্য অসমের গুয়াহাটিতে গিয়ে ওঠেন।
Eknath Shinde in Guwahati
Eknath Shinde in Guwahati
advertisement

আরও পড়ুন- এনসিপি, কংগ্রেসের সঙ্গে জোট ভাঙতে প্রস্তুত শিবসেনা? বড় ঘোষণা সঞ্জয় রাউতের!

গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলের ঘরের জন্য সাত দিনে ৫৬ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, জানিয়েছে হোটেলের এক সূত্র এবং স্থানীয় রাজনীতিবিদরা। এর সঙ্গে যোগ হচ্ছে প্রতিদিনের খাবার এবং অন্যান্য পরিষেবা যার আনুমানিক খরচ দৈনিক ৮ লক্ষ। এর মধ্যে জুড়বে চার্টার্ড বিমান সহ অন্যান্য পরিবহন ব্যবস্থার খরচা।

advertisement

একনাথ শিন্ডে নির্দল সহ প্রায় ৪০ জন বিধায়কের সঙ্গে গুয়াহাটিতে রয়েছেন। শিবসেনাকে কংগ্রেস এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপির সঙ্গে জোট ভাঙার দাবি জানিয়ে শিন্ডে জানান, শিবসেনা নেতারাই জোট শাসনের গত আড়াই বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। বিদ্রোহীরা জানিয়েছেন, নতুন সরকার গঠনের জন্য শিবসেনার ‘প্রকৃত মিত্র’ বিজেপির সঙ্গে জোট করা উচিত। বিধায়করা এক সপ্তাহের জন্য গুয়াহাটিতে হোটেল বুক করে ইঙ্গিত দিয়েছেন যে তাঁরা দীর্ঘ পথ চলার জন্য প্রস্তুত।

advertisement

আরও পড়ুন- গাড়ি অনেকটা এগিয়ে গেছে: উদ্ধবের সঙ্গে সমঝোতার দরজা বন্ধ জানালেন বিদ্রোহী শিন্ডে!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অন্যদিকে, শিবসেনার প্রধান মুখপাত্র সঞ্জয় রাউত এদিন বলেন, “আমরা মহারাষ্ট্রের এমভিএ (মহা বিকাশ আঘাদি) সরকার থেকে বেরিয়ে যেতে প্রস্তুত, তবে দলের বিদ্রোহীদের ২৪ ঘণ্টার মধ্যে মুম্বইতে ফিরে আসতে হবে।”

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Crisis: বিদ্রোহী বিধায়কদের জন্য পাঁচতারায় ঘর ও অন্য পরিষেবা! সব মিলিয়ে একদিনে খরচ কত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল